ফাস্টফুডে ট্রাম্পের মেহমানদারি!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে মেহমানদারি করলেন ফাস্টফুড দিয়ে৷ সাধারণত হোয়াইট হাউসে অতিথিদের জন্য থাকে বিশেষ রান্নার ব্যবস্থা, কিন্তু শাটডাউনের খপ্পরে পড়ায় এবার ফাস্টফুড ছাড়া আর গতি ছিল না৷
গ্রেট অ্যামেরিকান ফুড!
বাইরে থেকে কিনে আনা বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই-কে গ্রেট অ্যামেরিকান ফুড বলে বর্ণনা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ অতিথি আপ্যায়নে এত ভালো আয়োজন হতেই পারে না বলে সবাইকে খাবার গ্রহণের অনুরোধ করেন তিনি৷
চেইনশপের খাবার!
হোয়াইট হাউসের অতিথিদের জন্য তৈরি করা খাদ্য তালিকায় বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই ভীষণ পরিচিত নাম, তবে সেটা ম্যাকডোনাল্ডসের মতো চেইনশপের মোড়কে আসে না, অতিথিদের জন্য বিশেষভাবে বানানো হয়৷
বাইরের খাবার কেন?
হোয়াইট হাউসে চেইনশপ ফুড ঢোকায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা৷ হোয়াইট হাউস মুখপাত্র সারাহ হুকাবি স্যান্ডার্স জানালেন আসল তথ্য৷ শাটডাউন চলার ফলে পাচকসহ অনেক কর্মীই আসেননি হোয়াইট হাউসে৷ তাই প্রেসিডেন্টের ইচ্ছায় বাইরে থেকেই আনা হয় খাবার৷
অতিথি নারায়ণ
কথায় আছে অতিথি নারায়ণ,অর্থাৎ অতিথির মর্যাদা সর্বোচ্চ৷ আর অতিথি যদি হোয়াইট হাউসের হয় তাহলে তো কথাই নেই৷ সেদিন হোয়াইট হাউসে এসেছিলেন অ্যামেরিকার কলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপের বিজয়ী দল ক্লেমসন টাইগারের খেলোয়াড়রা৷ তাঁদের অনেকেই জাতীয় পর্যায়ের তারকা৷ ট্রাম্প শাসনামলে এটি তাঁদের দ্বিতীয় সফর৷ ট্রাম্প দলটিকে নানা বিশেষণে অভিনন্দন জানান৷
প্রেসিডেন্টের নামে বিল
প্রেসিডেন্টের অতিথিদের খাওয়ানোর বিল সাধারণত হোয়াইট হাউসকেই পরিশোধ করতে হয়৷ তবে ক্লেমসন টাইগারদের জন্য বিশেষ আয়োজনের বিল প্রেসিডেন্ট নিজে দিয়েছেন৷ তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘‘অতিথিদের জন্য আমি এই অ্যামেরিকান ফাস্টফুডের আয়োজন করেছি এবং এর বিলও আমার নামেই হয়েছে৷’’
৩০০ বার্গার!
যেহেতু হোয়াইট হাউসের আয়োজন, তাই প্রেসিডেন্ট ট্রাম্প কোনো কিছুরই কমতি রাখেননি৷ ম্যাকডোনাল্ডসের বিগ ম্যাক, ওয়েন্ডির বিফ হ্যামবার্গার, ব্র্যাড মিলের ফ্রেঞ্চ ফ্রাই ও পিৎসা আর ছিল বেশ কয়েকটি কোম্পানির সালাদ বক্স৷ মোট ৩০০ বার্গার আনা হয় অতিথিদের জন্য৷
পরিবেশনে হোয়াইট হাউস স্টাইল
খাবার বাইরে থেকে আনা হলেও পরিবেশন করা হয়েছে হোয়াইট হাউসের রুপালি ট্রে-তে৷ সেখানেই সাজানো হয় বার্গার ফ্রেঞ্চ ফ্রাই , সালাদ, পিৎসা৷ তবে প্যাকেট বা পাতলা কাগজ খোলা হয়নি বিগ ম্যক ও অয়েন্ডির বার্গার৷ অন্য দিকে রুপালি ট্রে-তে রাখা হয় ব্র্যাড মিলের ফ্রেঞ্চ ফ্রাই গ্লাস৷ খাবার বাইরের হলেও টিস্যুতে সিল হোয়াইট হাউসেরই ছিল৷
বার্গারপ্রীতি
প্রেসিডেন্ট ট্রাম্পের বার্গারপ্রীতির খবর পুরোনো৷ এই আয়োজনেও তিনি জানালেন সে কথা৷ তাঁর সঙ্গে ক্লেমসন টাইগারের খেলোয়াড়দেরও বার্গারপ্রীতি দেখা গেল এ আয়োজনে৷ একেকজন দুই থেকে তিনটি করে বার্গার খেয়েছেন এমন ছবিই প্রকাশ করা হয়েছে হোয়াইট হাউসের প্রেস থেকে৷