ফিফা ‘দ্য বেস্ট’, সেরার শিরোপাজয়ী লেভানডস্কি
বায়ার্ন মিউনিখের লেভানডস্কি আবারও সেরার তকমা পেলেন৷ ব্যালন ডি’অর একটুর জন্য হাতছাড়া হয়েছিল লেভানডস্কির৷ এবার ফিফার সেরা ফুটবলারের সম্মান পেলেন তিনি৷
তারকা লেভানডস্কির জন্ম
দুর্দান্ত ছন্দে ছিলেন প্রথম থেকে৷ বুন্ডেসলিগায় পারফরম্যান্স ছিল চমৎকার৷ পোল্যান্ডের ফুটবলের তৃতীয় ডিভিশন থেকে শুরু করে লেজিয়া ওয়ারশ এর রক্ষণ বিভাগে খেলা আর তারপর বিশ্ব ফুটবলে রবার্ট লেভানডস্কির উত্থান সত্যি চমকপ্রদ৷
হারিয়ে দিলেন মেসি-সালাহকে
২০২১ সালের বর্ষসেরা ফুটবলার হিসেবে লেভানডস্কিকেই বেছে নিল ফিফা৷ এই স্ট্রাইকারের কাছে হার মানলেন বর্ষসেরার দৌড়ে থাকা মেসি এবং লিভারপুলের তারকা মহম্মদ সালাহ৷
বুন্ডেসলিগায় দুরন্ত পারফরম্যান্স
পোল্যান্ডের দ্বিতীয় ডিভিশনে সর্বোচ্চ স্কোরার হিসেবে শেষ করার পর, তিনি ২০০৮ সালে লেখ পজনানে যোগ দেন৷ পোলিশ একস্ট্রাক্লাসা শিরোপা জয় করেন৷ এরপর বুন্ডেসলিগায় তিনি নিজের জাত চিনিয়ে দেন৷ গত সপ্তাহে বুন্ডেসলিগায় তিনি হ্যাটট্রিক করেছেন৷
ডর্টমুন্ড দিয়ে জার্মান জয় শুরু
ডর্টমুন্ড তার সঙ্গে চার বছরের চুক্তি করেছিল৷ দুটি বুন্ডেসলিগা জেতে দল৷ এর মধ্যে রয়েছে ২০১১-১২ সালে প্রথম লিগ জয়ও৷ রেয়াল মাদ্রিদের বিরুদ্ধে ৪-১ গোলে জয়ের চারটি গোলই ছিল লেভানের৷ যদিও বায়ার্নের বিরুদ্ধে হেরে যায় তার দল৷ এক বছর পর বায়ার্নই চুক্তি করে তার সঙ্গে৷
মিউনিখে ম্যাজিক
মিউনিখে যোগ দিয়ে বুন্ডেসলিগার প্রথম মৌসুম তিনি শেষ করেন ২৫ গোল দিয়ে৷পরপর সাতটি শিরোপা জয়ের শুরু৷ এতটাই ভাল পারফরম্যান্স ছিল তার, ২০২০ সালের সেরা খেলোয়াড় তিনি হবেন আশা ছিল এমনটাই৷
গার্ড মুলারের রেকর্ডভঙ্গ
২০২১ সালের ২২ মে বিশ্বের সর্বসেরা স্ট্রাইকারদের অন্যতম গার্ড মুলারের রেকর্ড ভাঙেন লেভানডস্কি৷ বুন্ডেসলিগার একটি মৌসুমে মুলারের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙেন তিনি৷ 'সোনার বুট' জয় করেন তিনি৷
আরও রেকর্ডের দৌড়ে
কোলনের বিরুদ্ধে লিগে ৩০০ গোলের রেকর্ড স্পর্শ করেছেন তিনি সম্প্রতি৷ তিনি দ্বিতীয় ফুটবলার যিনি ৩০০ গোল করেছেন লিগে৷ কিন্তু মুলারের ৩৬৫ গোলের রেকর্ড ছুঁতে পারবেন লেভানডস্কি?
পোল্যান্ডের রেকর্ড গোলদাতা
আন্তর্জাতিক সম্মান জয়ের পাশাপাশি ক্লাব ফুটবলেও সমানভাবে সফল লেভানডস্কি৷ ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে পোল্যান্ডের জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি৷ ১২৮বার মাঠে নেমে দেশের হয়ে ৭৪ গোল করেন তিনি৷