ফিরেই নিউজিল্যান্ডকে জেতালেন ক্যাপ্টেন উইলিয়ামসন
১৩ অক্টোবর ২০২৩টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন৷ ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২৪৫ রান৷ জবাবে ৪২.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড৷ ম্যাচসেরা হয়েছেন লকি ফার্গুসন৷
কেন উইলিয়ামসন সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন এই বছরের জানুয়ারিতে, পাকিস্তানের বিপক্ষে৷ পরের ম্যাচটা খেলেছেন শুক্রবার৷ মাঝের এই লম্বা বিরতির কারণ হাঁটুর চোট৷ আইপিএলের এবারের মৌসুমের প্রথম ম্যাচেই ডান পায়ের এসিএল লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যানের৷ অস্ত্রোপচার, পুনর্বাসন; সব মিলিয়ে ৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা উইলিয়ামসন উদযাপন করেছেন দুর্দান্ত হাফসেঞ্চুরি দিয়ে৷ বাংলাদেশের বিপক্ষে ৭৮ রানের ইনিংস খেলার পর স্বেচ্ছায় মাঠের বাইরে চলে যান উইলিয়ামসন৷ তাতে অবশ্য ব্ল্যাকক্যাপদের জিততে কোনো সমস্যাই হয়নি৷ ড্যারিল মিচেল আর গ্লেন ফিলিপস মিলে শেষ করেছেন বাকি কাজটা৷
চোট আর আঘাত যেন পিছু ছাড়ছেই না উইলিয়ামসনের৷ ভারতের মাটিতেই, আহমেদাবাদে গুজরাট টাইটানসের হয়ে খেলতে নেমে এসিএল ইনজুরি হয় তার৷ প্রত্যাবর্তনের ম্যাচে ফিল্ডারের রান আউট প্রচেষ্টায় ছোঁড়া বল এসে লাগে তার বাম হাতের বুড়ো আঙ্গুলে৷ ফিজিও মাঠে এসে বেদনানাশক ওষুধ স্প্রে করে দেবার পর মাত্র দুই বল উইকেটে ছিলেন উইলিয়ামসন, এরপর স্বেচ্ছায় ড্রেসিংরুমে ফিরে যান৷ তখন উইলিয়ামসনের রান ৭৮৷ দিব্যি খেলছিলেন, প্রত্যাবর্তনের গল্পটা সেঞ্চুরির রঙে রাঙাতেই পারতেন৷ কিন্তু সামনের দিনগুলোর জন্য বাড়তি ঝুঁকি না নিয়ে উইলিয়ামসন ফিরে গেছেন নিজের ইচ্ছাতেই৷
ধর্মশালা থেকে চেন্নাই৷ পাহাড়ি উপত্যকা থেকে বঙ্গোপসাগরের তীর৷ পর্যটন কেন্দ্র থেকে চিকিৎসা প্রত্যাশীদের প্রাণকেন্দ্র৷ চারপাশে বদলে গিয়েছে অনেক কিছুই৷ বদলায়নি শুধু বাংলাদেশের ব্যাটিং৷ আরো একবার ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ৷ ইনিংসের প্রথম বলেই ফ্লিক করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ তুলে দিয়েছেন লিটন দাস৷ তার দেখানো পথেই হেঁটেছেন সতীর্থরাও৷ কেবল মাঝে মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান কিছুটা প্রতিরোধ গড়ে বাংলাদেশের মান বাঁচিয়েছেন৷
ম্যাচের প্রথম বলেই উইকেট৷ ২০০৩ বিশ্বকাপে পিটমারিজবার্গে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চামিন্দা ভাসের করা ম্যাচের প্রথম বলেই আউট হয়েছিলেন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান হান্নান সরকার৷ চেন্নাইতে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন লিটন৷ ট্রেন্ট বোল্টের করা ম্যাচের প্রথম বলেই এগিয়ে এসে ফ্লিক করেছিলেন, বল খুঁজে নেয় ফাইন লেগের ফিল্ডার ম্যাট হেনরিকে৷ ওয়ান ডাউনে মেহেদি হাসান মিরাজ৷ তানজিদ তামিমের সঙ্গে তার জুটিটাকে মনে হচ্ছিল প্রতিশ্রুতিশীল, ৪০ রান করেও ফেলেছিলেন দুজনে মিলে৷ এমন সময় তানজিদ লকি ফার্গুসনের প্যাডের উপর করা বলটা আলতো করে তুলে দিলেন স্কয়ার লেগে ডেভন কনওয়ের হাতে৷
নিউজিল্যান্ডের এই ক্রিকেটার অবশ্য ঝাঁপিয়ে পড়ে বেশ নান্দনিক ক্যাচই নিয়েছেন, তবে বিশ্বকাপে ওসব তো হবারই কথা৷ ৪ বাউন্ডারিতে ১৭ বলে ১৬ রান করে বিদায় তানজিদ তামিমের৷ খানিক বাদে লকি ফার্গুসনের বলে পুল করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দিলেন মেহেদি হাসান মিরাজও, ফিল্ডার সেই ম্যাট হেনরি৷
নিউজিল্যান্ডের পেস বোলাররা লম্বা, গতিশীল৷ ক্রমাগত শর্ট বল করেন৷ তাতে বাংলাদেশের ব্যাটসম্যানরা চাপের মুখে পড়েছেন৷ কিন্তু কেন উইলিয়ামসন যখন পার্ট-টাইম স্পিনার গ্লেন ফিলিপসকে বোলিংয়ে আনলেন, কেন তার প্রথম বলেই এগিয়ে এসে মারতে যাবেন নাজমুল হোসেন শান্ত সেটা ব্যখ্যার অতীত৷ ১৩ তম ওভারে বোলিংয়ে আসলেন ফিলিপস, প্রথম বলেই এগিয়ে এসে মারতে গেলেন শান্ত৷ ব্যাটে বলে ঠিকঠাক হল না, বল গেল কনওয়ের কাছে৷ ৭ রানে আউট শান্ত৷ বিশ্বকাপে প্রথম ম্যাচে হাফসেঞ্চুরির পর টানা দুই ম্যাচেই হতাশ করেছেন তিনি৷ অন্যদিকে ফিলিপস হয়ে উঠেছেন কিউইদের গোপন অস্ত্র৷ ইংল্যান্ডের বিপক্ষে জো রুট ও মঈন আলীকে আউট করেছিলেন ফিলিপস, এবার বাংলাদেশের বিপক্ষেও বল করতে এসে প্রথম ডেলিভারিতেই উইকেট৷
৫৬ রানে ৪ উইকেট নেই, আইসিইউতে ধুঁকতে থাকা বাংলাদেশকে অক্সিজেন জুগিয়েছেন সাকিব ও মুশফিক৷ বিকেএসপির দুই প্রাক্তন শিক্ষার্থী বহুবার বাংলাদেশ দলকে এমন জায়গা থেকে উদ্ধার করেছেন৷ একটা সময় মনে হচ্ছিল এবারও দুজনে মিলে বাংলাদেশকে পৌঁছে দেবেন সম্মানজনক লড়াইয়ের জায়গায়৷ বাধ সাধে চেন্নাইর তীব্র গরম৷ সাকিবের মাংসপেশীতে টান লাগে৷ একটা সময় তাই এক-দুই রান করে নেয়ার চেয়ে জোরে উড়িয়ে মেরে চার ছক্কায় রান করার পথ বেছে নেন সাকিব৷ রাচিন রবীন্দ্র’র এক ওভারে পরপর দুই বলে মারেন চার ও ছয়৷ যে বলে আউট হয়েছেন তার আগের বলেও পুল করে ছয় মেরেছিলেন সাকিব৷ কিন্তু লকি ফার্গুসনের পরের বলটা ছিল শরীরের আরেকটু কাছ ঘেঁষে৷ আবারও পুল করতে চেয়েছিলেন সাকিব, ব্যাটের আগায় লেগে বল উঠে যায় আকাশে৷ অনেকটা দৌড়ে গিয়ে টম ল্যাথাম তার বিশ্বস্ত গ্লাভসে তালুবন্দি করেন বল৷ তাতেই ভাঙে ১০৮ বলে ৯৬ রানের জুটি, ৪০ রান করে বিদায় নেন সাকিব৷
ইংল্যান্ডের বিপক্ষে হাফসেঞ্চুরি করা মুশফিক নিউজিল্যান্ডের বিপক্ষেও পেয়েছেন হাফসেঞ্চুরির দেখা৷ বেশ দৃঢ়চেতাই মনে হচ্ছিল তাকে,ইনিংসটা বড় করার মত অনেকটা সময়ও ছিল হাতে৷ ম্যাট হেনরির স্লোয়ারে বিভ্রান্ত হয়ে বোল্ড তো হয়েছেনই, ভারসাম্য হারিয়ে একেবারে মাটিতে বসে পড়তে হয়েছে তাকে৷ ৭৫ বলে ৬৬ রানের ইনিংস খেলে মুশফিকই বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসের মালিক৷ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের ৪৮তম হাফসেঞ্চুরি, সেঞ্চুরি মাত্র ৯টা৷ 'কনভার্সন রেট'টা আশাব্যঞ্জক নয় এবং কেন নয় তারই প্রমাণ হয়ে থাকবে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ৷ যখন আউট হয়েছেন, তখনো ১৪ ওভার খেলা বাকি, উইকেটে টিকে থাকলেই রানটা হয়ে যেতো৷ হতাশ করেছেন তাওহিদ হৃদয়ও, ২৫ বলে ১৩ রান করে বোল্টের বলে ক্যাচ দিয়েছেন মিচেল স্যান্টনারের হাতে৷
আগের ম্যাচে ৪ উইকেট নিয়েও এ ম্যাচের একাদশে নেই শেখ মেহেদি হাসান, ফিরেছেন মাহমুদউল্লাহ৷ আটে ব্যাট করতে নেমে নিজের কাজটা করেছেন ঠিকঠাক,৪৯ বলে ৪১ রান করে উইকেটে ছিলেন শেষ অবধি৷ ১৯ বলে ১৭ রান করে দলীয় সংগ্রহটাকে দুইশ পার করিয়েছেন তাসকিন আহমেদ৷
১০ ওভারে ৪৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ব্ল্যাকক্যাপদের সফলতম বোলার লকি ফার্গুসন৷ জোড়া শিকার ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরির৷ ২ উইকেট নিয়ে ওয়ানডেতে ২০০ উইকেট হয়েছে বোল্টের৷ এক উইকেট করে নিয়েছেন মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস৷
নিউজিল্যান্ডের সামনে ছিল ২৪৬ রানের জয়ের লক্ষ্য৷ বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের দেয়া ২৮৩ রানের লক্ষ্য তাড়া করে ব্ল্যাকক্যাপরা জিতেছিল সহজেই৷ আবার এই মাঠে অস্ট্রেলিয়া অলআউট হয়েছিল ১৯৯ রানে, যে রানটা তাড়ায় ২ রানে ৩ উইকেট হারিয়েও বিরাট কোহলি আর লোকেশ রাহুলের বীরত্বে জিতেছিল ভারত৷ বাংলাদেশের সংগ্রহটা খুব বড় নয়, তবুও তৃতীয় ওভারে রাচিন রবীন্দ্রকে মোস্তাফিজুর রহমান আউট করলে দুশ্চিন্তা তো আসবেই কিউই ড্রেসিং রুমে৷ সেটা দূর করেছেন উইলিয়ামসন৷
আইপিএল-এর সুবাদে চেন্নাইয়ের ঘরের ছেলে হয়ে ওঠা ডেভন কনওয়ের সঙ্গে ১০৫ বলে ৮০ রানের জুটি গড়ে শুরুর দুশ্চিন্তা দূর করেছেন অধিনায়ক স্বয়ং৷ সেই সঙ্গে নিজেও লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আস্তে আস্তে হয়ে উঠেছেন সাবলীল৷ কনওয়েও খেলছিলেন সাবলীলভাবেই, সাকিবের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে হয়েছেন লেগ বিফোর উইকেটের শিকার৷ তবে ৪৫ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের জায়গায় আপাতত পৌঁছে গেছেন কনওয়ে৷
সুযোগ যে আসেনি তা নয়৷ কনওয়ের ক্যাচটা হাতে জমাতে পারেননি মেহেদি হাসান মিরাজ, উইলিয়ামসনের ক্যাচ ছেড়েছেন তাসকিন আহমেদ৷ সুযোগগুলো কাজে লাগাতে পারলে হয়তো ব্ল্যাকক্যাপদের চাপে ফেলা যেতো৷ কিন্তু সেসব হয়নি৷ বরং মিড-অনে তাসকিন ফেলেছেন গ্লেন ফিলিপসের ক্যাচও৷ বাউন্ডারি লাইনে লিটন এবং মাহমুদউল্লাহ যথাক্রমে ড্যারেল মিচেল ও উইলিয়ামসনের দুটো ক্যাচ হাতে জমাতে পারেননি৷ মাহমুদউল্লাহ'রটা ছক্কা হয়েছে, লিটন ক্যাচ না নিলেও ছয় বাঁচিয়েছেন।
অল্প পুঁজি নিয়ে এত সুযোগ হাতছাড়া করলে প্রতিপক্ষকে বাগে পাওয়া যাবে না৷ পাওয়াও যায়নি৷ ৪২.৫ ওভারে, মিচেলের ছক্কায় ৮ উইকেট ও ৪৩ বল হাতে রেখে ম্যাচটা জিতে নিয়েছে নিউজিল্যান্ড৷ মিচেল ৬৭ বলে ৬ বাউন্ডারি আর ৪ ছক্কায় আর ৮৯ রানে অপরাজিত থেকে ম্যাচটা শেষ করেছেন,অন্য প্রান্তে ১১ বলে ১৬ রানে অপরাজিত ছিলেন ফিলিপস৷
তিন ম্যাচে তিন জয়ে নিউজিল্যান্ড পয়েন্ট টেবিলে শীর্ষে, তাদের রানরেটটাও স্বাস্থ্যবান৷ অন্যদিকে চেন্নাইতে চিকিৎসা করাতে আসা বাংলাদেশের রোগীদের মতো আরোগ্য লাভ হলো না বাংলাদেশ ক্রিকেট দলের, ৩ ম্যাচে ২ হার এবং -০.৬৯৯ রান রেট নিয়ে ক্রমেই তারা দূরে সরে যাচ্ছে সেমিফাইনালের লক্ষ্য থেকে৷
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ-৫০ ওভারে ২৪৫/৯, মুশফিক ৬৬, মাহমুদউল্লাহ ৪১*, সাকিব ৪০; লকি ফার্গুসন ৩/৪৯
নিউজিল্যান্ড -৪২.৫ ওভারে ২৪৮-২, মিচেল ৮৯*, উইলিয়ামসন ৭৮ (রিটায়ার্ড), কনওয়ে ৪৫; মোস্তাফিজ ১/৩৬
ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: লকি ফার্গুসন