1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেনীর হামলায় গ্রেপ্তার পাঁচজনের রিমান্ডের আবেদন

১৯ অক্টোবর ২০২১

ফেনীর পূজা উদযাপন পরিষদের কর্মসূচিতে হামলার পর মন্দির ও হিন্দুদের দোকানপাট ভাঙচুর-লুটপাটের ঘটনায় পুলিশ আরো তিনজনকে গ্রেপ্তার করেছে৷ দুদিনের ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে রিমান্ডে নেওয়ার অনুমতি চেয়েছে পুলিশ৷

https://p.dw.com/p/41qQG
ফাইল ফটোছবি: bdnews24.com

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সন্ধ্যায় তাদের ফেনীর বিচারিক হাকিম আদালতে হাজির করে পাঁচজনকে পাঁচ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে৷

দুর্গাপূজা চলাকালে কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে সহিংসতা শুরুর পর তা ফেনীসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে৷ শনিবার ফেনীতে পূজা উদযাপন পরিষদের কর্মসূচিতে হামলার পর তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে৷

ঘটনার পর সে রাতেই কয়েকটি মন্দির এবং হিন্দুদের দোকানপাটে ভাংচুর, যানবাহনে অগ্নিসংযোগ করা হয়৷ দীর্ঘ সংঘর্ষে ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিনসহ ৪০ জন আহত হন৷ এই ঘটনায় ফেনী মডেল থানায় রোববার পুলিশের করা দুটি মামলায় অজ্ঞাতনামা প্রায় ৪০০ জনকে আসামি করা হয়৷ সেদিন রাতেই পুলিশ তল্লাশি চালিয়ে ফেনী পৌরসভার মাস্টারপাড়ার ৪৬ বছর বয়সি আবদুল মান্নান, ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের পূর্ব মোটবী গ্রামের ২০ বছর বয়সি  এনামুল হক রাকিব ও ঝালকাঠির নলছিটি উপজেলার দক্ষিণ ডেমরা এলাকার মো. মিরাজকে (৩৩) গ্রেপ্তার করে৷

র‌্যাব ফেনী পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মধ্যম রামপুরের বাসিন্দা আহনাফ তৌসিফ মাহমুদ লাবিব (২২), কিশোরগঞ্জের হোসেনপুর থানার আমান সরকার বাজার এলাকার ফয়সল আহম্মেদ আল আমিন (১৯) ও ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের হাফেজ আবদুস সামাদ জুনায়েদকে (১৯) এর আগে গ্রেপ্তার করেছে র‌্যাব৷

র‌্যাবের মামলায় উসকানিদাতা, হামলা পরিকল্পনাকারী ও নাশকতাকারীদের হোতা হিসেবে তৌসিফ মাহমুদ লাবিবকে বলা হয়৷ বিডিনিউজকে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদ বলেন, ‘‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাবিব বলেছে, শনিবার সন্ধ্যায় ফেনী বড় মসজিদে মাগরিবের নামাজ পড়ে দুই বন্ধু মুন্না ও সফীকে নিয়ে এক বোতল পেট্রোলসহ সে কালীমন্দিরে যান৷ সেখানে মন্দিরের পুরোহিতকে মারধর এবং মন্দিরে আগুন লাগিয়ে দেওয়ার ভয় দেখায় তারা৷''

 ‘‘একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য এসব হামলা করছে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে৷ গ্রেপ্তারে অভিযান চলছে৷'' ফেনীতে গিয়ে একথা বলেন চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি আনোয়ার হোসেন৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)   

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান