ফেলনা কাপড় দিয়ে হালফ্যাশনের পোশাক
২৭ অক্টোবর ২০২২ফ্রান্সের ডিজাইনার -এর নতুন সৃষ্টি একই সঙ্গে চটকদার ও ট্রেন্ডি৷ তবে ভালো করে দেখলে বোঝা যাবে যে ব্যবহার করা তোয়ালে ও পুরানো রেশমের স্কার্ফ দিয়ে সেগুলি তৈরি করা হয়েছে৷
প্যারিসে মারিন স্যার-এর গুদামে অনেক পুরানো জামাকাপড় সরবরাহ করা হয়৷ তিনি বলেন, ‘‘আমি সত্যি আর একটি স্কার্ট তৈরি করতে চাই না৷ আমাদের কত জামাকাপড় আছে! প্রথম বার এখানকার প্রায় একশ গুণ বড়ো একটি গুদামে গিয়ে আমার কান্না পেয়ে গিয়েছিল৷ কারণ আমরাই তো এই শিল্পের অংশ৷ আগামী দশ বছরে আমরা পরবর্তী ধাপের কাপড় সৃষ্টি করবো৷ তখন আমার মনে হলো, আজকের ডিজাইনারদের কাঁধে গোটা বিশ্বের দায়িত্ব রয়েছে৷''
প্যারিসের উত্তরে কোম্পানির সদর দফতরে সপ্তাহে দুই বার পুরানো কাপড় বোঝাই ট্রাক আসে৷ প্রত্যেকটি কাপড় পরীক্ষা করে রং অনুযায়ী আলাদা করে কাচা হয়৷ তারপর ডিজাইনার সেগুলি কাজে লাগানোর বিষয়ে ভাবনাচিন্তা করেন৷ নিজের কর্মপদ্ধতি বর্ণনা করে মারিন স্যার বলেন, ‘‘আমার টিম পুরানো কাপড় ঘেঁটে কিছু উপাদান বেছে আমার কাছে আনে, যা দিয়ে আমি পোশাক তৈরি করি৷ ডিজাইন করার সময়েও সেই উপাদান সম্পর্কে আমার শ্রদ্ধাবোধের চেষ্টা থাকে৷ যত কম সম্ভব কেটে এবং যত কম সম্ভব রদবদল করে পোশাক তৈরি হয়৷ সেই উপাদান সত্যি আকারের সঙ্গে মানানসই, পোশাকের ঢলের সঙ্গেও দিব্যি খাপ খেয়ে যায়৷''
তাঁর ব্যবহৃত বেল্টগুলি দিয়ে প্রায় ‘ওৎ কুতুয়র' মানের একটি পোশাক তৈরি হয়েছে৷ রেশমের স্কার্ফও সেই জাদু সৃষ্টি করেছে৷ সেই সৃষ্টিকর্ম সম্পর্কে মারিন স্যার বলেন, ‘‘সেই ড্রেসে পাঁচটি সিল্ক স্কার্ফ রয়েছে৷ পাড়গুলির জন্য অনেক কাপড় লাগে৷ এখানে একটা দিতে হবে৷ দেখতেই পাচ্ছেন এই সিল্ক স্কার্ফটি অন্যটির মতো নয়৷ ফলে প্রত্যেকটি পোশাকই অনন্য হবে৷ আরও একবার কিনলে তাতে ভিন্ন স্কার্ফ থাকবে৷''
একটি কোটের ক্ষেত্রেও বোঝার উপায় নেই, যে সেটির উপাদান আসলে একটা ব্যবহৃত তোয়ালে৷
তার সব কালেকশনেই একটি বিষয় চোখে পড়ে৷ মারিন স্যার প্রায়ই রিসাইকেল করা পোশাকের উপর অর্ধচন্দ্রের আকৃতির ছোট এক ছাপ রাখেন, যা অনেকটা তাঁর লোগোর মতো৷
মার্কিন গায়িকা বিয়ন্সে, টেলিভিশন তারকা কাইলি জেনার বা ব্রিটিশ গায়িকা অ্যাডেল তাঁর তৈরি পোশাক পরার ফলে মারিনের খ্যাতি আরও ছড়িয়ে পড়েছে৷ তারকা গায়ক ম্যাডোনার মেয়ে লুর্দ ব়্যাম্পের উপর মারিনের তৈরি পোশাক পরেছেন৷ মারিন মনে করেন, ‘‘সেলিব্রিটি তারকারা আমার তৈরি পোশাক পরলে অবশ্যই সুবিধা হয়৷ আমার মতে, চাঁদের প্যাটার্নসহ ড্রেস মানুষের কাছে অর্থবহ মনে হয়৷ সেটা অনেকটা দ্বিতীয় ত্বকের মতো৷ মানুষ হয়তো সংগ্রামের গন্ধ পায়৷ তবে ‘মিলিট্যান্ট' হলেও সেগুলি মোটেই আগ্রাসী নয়৷ সেইসঙ্গে সত্যি মেয়েলি একটা ব্যাপারও রয়েছে৷ ফলে অনেক শক্তিশালী নারী এই বিন্যাসের পোশাক পরছেন৷''
ফ্যাশন শোয়ের দর্শকরাও এই ডিজাইনারের সর্বশেষ সৃষ্টি গায়ে চাপিয়েছেন৷ পুরানো কাপড় দিয়ে তৈরি হওয়ায় অনেকের কাছে সেগুলির বিশেষ মূল্য রয়েছে৷ ইনফ্লুয়েন্সার হিসেবে ইসাবেল শাপু মনে করেন, ‘‘মারিন সমাজের পরিত্যক্ত এই সব বর্জ্য নিয়ে নতুন পোশাকে রূপান্তরিত করেন৷ সেগুলি অসাধারণ এবং একেবারে আধুনিক৷''
টেকসই পণ্যের এমন ব়্যাডিকাল কনসেপ্টের কারণে ৩০ বছর বয়সি মারিন স্যার আজ আন্তর্জাতিক ফ্যাশন আঙনায় অন্যতম জনপ্রিয় ডিজাইনার হয়ে উঠেছেন৷ পুরানো পোশাক নিয়ে আন্তর্জাতিক ট্রেন্ট সেটার হয়ে ওঠার এই দৃষ্টান্ত সত্যি অনুকরণের যোগ্য৷
কাটিয়া লিয়ার্শ/এসবি