ফেসঅ্যাপ কতোটা নিরাপদ?
ফেসঅ্যাপ ব্যবহারের আনন্দে বৃদ্ধকাল কিংবা শৈশবে হয়তো চলে যাচ্ছেন, কিন্তু স্বেচ্ছায় ক্ষতির মুখে পড়ার কথা কি ভেবেছেন? ফেসঅ্যাপ কতোটা নিরাপদ- জেনে নিন ছবিঘরে৷
তথ্যের যথেচ্ছ ব্যবহারের সুযোগ
অ্যাপটি ব্যবহার করলেই ছবি, নাম এবং প্রায় সব ব্যক্তিগত তথ্য ব্যবহারের সুযোগ আপনি করে দিচ্ছেন নির্মাতা প্রতিষ্ঠানকে৷ ফেসঅ্যাপের শর্তাবলীতে বলা আছে, তারা এসব ‘তথ্য ব্যবহার, সম্পাদনা, প্রকাশ, অনুবাদসহ বিভিন্নভাবে করে যেকোনো মাধ্যমে প্রকাশ করতে পারবে৷’ এবং এক্ষেত্রে তথ্যের অধিকার দাবি করার কোনো সুযোগ নেই৷
হ্যাকিংয়ের ঝুঁকি
ফেসঅ্যাপে আপলোড করা ছবি প্রক্রিয়াকরণের জন্য অসংখ্য ছবির সঙ্গে মিলিয়ে নতুন ছবি তৈরি হয়৷ তথ্যাবলী ব্যবহারকারীর ডিভাইস কিংবা ক্লাউড থেকে হ্যাক হওয়ার ঝুঁকি রয়েছে৷ অন্যদিকে, ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি উন্নত করতে অনেকেই এভাবে ছবি সংগ্রহের কাজটি করছে বলে অভিযোগ৷
বিজ্ঞাপনে ব্যবহার
ফেসঅ্যাপের গোপনীয়তা নীতিতে বলা আছে, তারা ব্যবহারকারীর ডেটা বিজ্ঞাপন এবং নতুন পণ্য তৈরির ক্ষেত্রে ব্যবহার করছেন৷ এতে তথ্যের মালিকানা তাদের হাতেই তুলে দেওয়া হচ্ছে৷ তবে তারা বলছে, তৃতীয়পক্ষের কাছে তথ্য বিক্রি করা হয় না৷
নির্মাতা রুশ কোম্পানি
ছবিতে বুড়ো বনে যাওয়া কিংবা শৈশবে ফেরার নিয়ে মজায় ব্যস্ত রাখার ‘ফেসঅ্যাপ’-এর নির্মাতা রাশিয়ান কোম্পানি ‘ওয়্যারলেস ল্যাব’৷ তাদের ডাটা সেন্টার যুক্তরাষ্ট্রে৷ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে ছবির নানান মাত্রা দেয়া হয় তাতে৷ রাশিয়ান কোম্পানিটি ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করছে কি-না, তা তদন্তের দাবি উঠেছে যুক্তরাষ্ট্রে৷
নির্মাতারা যা বলছেন
বিভিন্ন অভিযোগ ও সন্দেহের জবাব দেওয়ার চেষ্টা করেছে নির্মাতা প্রতিষ্ঠান ওয়্যারলেস ল্যাব৷ তারা বলছে, গ্রাহক যে ছবি আপলোড করছেন, সেটাই কেবল ক্লাউডে যাচ্ছে৷ এর বাইরের কোনো তথ্য তারা নিচ্ছে না৷ ৪৮ ঘন্টার মধ্যে ক্লাউড থেকে ছবি মুছে দেওয়া হয় বলেও দাবি করেছে তারা৷