ফ্রি খাবারের লাইনে দাঁড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা!
যুক্তরাষ্ট্রে চলমান অচলাবস্থায় গত ২২ ডিসেম্বর থেকে বেতন পাচ্ছেন না ৮ লাখ সরকারি কর্মকর্তা৷ বন্ধ রয়েছে নানা প্রতিষ্ঠান৷ অর্থাভাবে দাতব্য সংস্থার বিনামূল্যে খাবার সংগ্রহের লাইনে দাঁড়াতে হচ্ছে সরকারি কর্মকর্তাদের৷
এক মাসের অচলাবস্থা
গত ২২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই অচলাবস্থা৷ মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণের অর্থ জোগান নিয়ে ডেমোক্র্যাট বনাম ট্রাম্পের বিবাদের জের ধরে চলমান অচলাবস্থার এক মাস পূরণ হলো আজ৷ এই এক মাস নির্দিষ্ট কয়েকটি বিভাগের সরকারি কার্যালয়ে কোনো কাজ ও লেনদেন হয়নি৷
কেন এই অচলাবস্থা!
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের এক চতুর্থাংশ কার্যক্রম পরিচালনার বাজেট ফুরিয়ে যাওয়ায় অচলাবস্থা ঠেকাতে গত ২১ ডিসেম্বর নতুন অস্থায়ী বাজেট বরাদ্দের কথা ছিল৷ তখন ট্রাম্প দেয়াল নির্মাণের বরাদ্দ ছাড়া বাজেট বিলে স্বাক্ষরে আপত্তি জানান৷ দুই পক্ষের অনড় অবস্থানে বাজেট না হওয়ায় ডিসেম্বরের ২২ তারিখ থেকে কেন্দ্রীয় সরকারের এইসব বিভাগ ও সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে যায়৷
বেতনহীন ৮ লাখ কর্মকর্তা
মার্কিন কেন্দ্রীয় সরকারের ৮ লাখ কর্মকর্তা বেতন পাচ্ছেন না৷ এর মধ্যে পরিবহন নিরাপত্তা প্রশাসনের কর্মীরা অন্যতম৷ এছাড়া রাজস্ব, লজিস্টিকসসহ বেশ কয়েকটি বিভাগের কর্মকর্তারাও এই তালিকায় আছেন৷
নিরাপত্তায় বিঘ্ন!
পরিবহন নিরাপত্তা কর্মীদের একাংশ ইতোমধ্যে কর্মবিরতি পালন করছেন৷এতে করে নিরাপত্তা ব্যবস্থায় চরম বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে৷ বিশেষ করে বিমানবন্দন ও স্থলবন্দরের নিরাপত্তা চরম প্রশ্নের মুখে৷
খাবারের লাইনে নিরাপত্তাকর্মী
গত সপ্তাহে অ্যামেরিকার সবচেয়ে বড় দাতব্য খাবার সরবরাহকারী সংস্থা লেকভিউ প্যান্ট্রিতে ভিড় দেখা গেছে সরকারী নিরাপত্তাকর্মীদের৷ এই প্রতিষ্ঠানের শিকাগো অফিস দেশের সরকারি কর্মকর্তাদের প্রতিদিনকার খাবার সরবরাহের ঘোষণা দিয়েছে৷
ব্যক্তি উদ্যোগ
অচলাবস্থার শিকার ফেডারেল কর্মকর্তাদেরকে অনেকেই ব্যক্তি উদ্যোগে খাবার সরবরাহ করছেন৷ এর মধ্যে ওয়াশিংটনে শেফ জোসে আন্দ্রেজ তাঁর রেস্তোরাঁয় রীতিমতো ব্যানার টাঙিয়ে ফেডারেল কর্মকর্তা ও তাঁদের পরিবারের লোকেদের খাবার দিচ্ছেন৷ গত সাতদিন ধরে তিনি খাবার দিয়ে যাচ্ছেন৷
পরিচয়পত্র জরুরি
খাবারের লাইনে দাঁড়িয়ে ফ্রি খাবার নিতে হলে ফেডারেল কর্মকর্তার আইডি বা পরিচয়পত্র কিংবা পরিচয় নিশ্চিত করে এমন কাগজ জরুরি৷ তবেই মিলবে খাবার৷
শুধু খাবার নয়!
শুধু খাবার নয়, নিত্য প্রয়োজনীয় গ্রোসারিও দিচ্ছে অনেক প্রতিষ্ঠান৷ গ্রোসারিগুলোতে ফেডারেল কর্মীদের জন্য ফ্রি ব্যাগ রাখা হয়েছে৷ আইডি দেখিয়ে যে-কোনো কর্মী সেটি সংগ্রহ করতে পারবেন৷ সরাসরি সরকারি কর্মকর্তাদের কাছে যাঁরা পৌঁছাতে পারছেন না, তাঁরা রেশনের মতো কার্ড তৈরি করে খাবার বণ্টন করছেন৷