বরফ ও তুষার ভাস্কর্যে আলোকিত চীন
সম্পূর্ণরূপে বরফ দিয়ে তৈরি বিনোদনভিত্তিক এই পার্কে শীতের অন্ধকারাচ্ছন্ন দিনগুলিকে বিদায় দিয়ে আলোকিত করতে প্রতিবছরের মতো চীনের হারবিন শহরে আবারো শুরু হলো হারবিন আন্তর্জাতিক বরফ ও তুষার ভাস্কর্য উৎসব।
স্বল্প সময়ের হিমশীতলতা
কেমন হতো যদি এই ড্রাগন আগুন শ্বাস নিতে পারতো? এই বরফ উৎসবের জন্য খুব একটা ভালো না কারণ তখন এই বরফ গলে যেতো। উত্তর-পূর্ব চীনের হেইলংজিয়াং প্রদেশে বার্ষিক হারবিন আন্তর্জাতিক বরফ ও তুষার ভাস্কর্য উৎসবটি খুবই অল্প সময়ের জন্য আয়োজিত হয়। বরফ গলতে যতক্ষণ সময় নেয় ততক্ষণ স্থায়ী হয় এই উৎসব।
বরফের শহর
১০ মিলিয়ন জনসংখ্যার হারবিন বরফের শহর নামে পরিচিত৷ এই বার্ষিক উৎসবের ২৬তম আয়োজনের দরজা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ২১শে ডিসেম্বর। এই উৎসবটি পৃথিবীর সবচেয়ে বড় বরফ উৎসব।
কঠোর পরিশ্রম
উৎসব শুরুর বেশ কয়েক সপ্তাহ আগেই শুরু হয় প্রস্তুতি, বরফে রূপান্তরিত সোংহুয়া নদী থেকে বরফ খোদাই শুরু করে শ্রমিকেরা।
হিমশীতল আনন্দ
যে কোনো বিনোদন পার্কের মতো, হারবিন উৎসবে রয়েছে আনন্দে মেতে উঠার অনেক সুযোগ। যেমন - ৫০০ মিটার (১,৬০০ ফুট)-লম্বা স্লাইড এবং চরকি - যদিও চরকিটি বরফে তৈরি না। সন্ধ্যায় যখন রঙিন আলো বিশাল বরফের ভাস্কর্যগুলিকে আলোকিত করে তোলে, তখন ক্ষণস্থায়ী এই বিনোদন পার্কটি কিছুটা ডিজনিল্যান্ডের কথা মনে করিয়ে দেয়।
শীতল আলোয় বরফের রাজ্য
দিনের আলোতে পার্কটি দেখে মনে হতে পারে অনেকটা কংক্রিটের জঙ্গলের মতো অথবা এক বরফের মরুভূমি। তবে এই বরফের রাজ্য উপভোগ করতে দর্শনার্থীরা উৎসবে ভিড় করে।
অপেক্ষায় শীতলতা
যারা ঘন ঘন থিম পার্কে যান তারা জানেন যে লাইন ধরে দাঁড়ানো মজার অংশ হতে পারে। হারবিন উৎসবে, এই প্রত্যাশার কাঁপুনি বাড়িয়ে দেয় হিম-শীতল ঠান্ডা তাপমাত্রা ।
বরফ-বরফ খেলা!
লম্বা লাইন পাড়ি দিয়ে যারা এই হিমশীতলা জয় করেছেন,তাদের জন্য রয়েছে পুরস্কার - বরফের এই পাহাড়ে চমকপ্রদ ছবি। বরফের ব্লক দিয়ে তৈরি বিশাল এক ভাস্কর্যের সামনে ছবি তুলছেন বেড়াতে আসা এ দর্শক।
বরফ গলা সময়
তুযারকণা যেমন ক্ষণস্থায়ী হয়, ঠিক তেমনই এই উৎসবও প্রকৃতির মতো ক্ষণস্থায়ী। যদি তাপমাত্রা যথেষ্ট ঠান্ডা থাকে তবে পার্কটি ফেব্রুয়ারি পর্যন্ত খোলা থাকতে পারে। কিন্তু একবার বসন্ত ঘনিয়ে এলে, মজা শেষ হয়ে যায়—অর্থাৎ, এরপর অপেক্ষা পরের শীত পর্যন্ত।