1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বর্তমান সরকার আমাদের উপর বুলডোজার চালাচ্ছে’

১৫ মার্চ ২০২৪

বর্তমান সরকার বিরোধী দলের নেতাকর্মীদের উপর দিয়ে ‘বুলডোজার চালাচ্ছে’ বলে মন্তব্য করেছেন কর্নেল (অব) অলি আহমেদ বীর বিক্রম৷ ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোতে এই মন্তব্য করেন তিনি৷

https://p.dw.com/p/4djYE
‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম৷
‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোয়ের একটি দৃশ্যছবি: DW

সাপ্তাহিক এই আয়োজনে সরকার ও বিরোধী দলের রাজনীতি, দুই বড় দলের বাইরেও দেশের রাজনীতিতে আর কারো কোনো ভূমিকা রাখার সুযোগ আছে কি না ও এলডিপির রাজনৈতিক পরিকল্পনা নিয়ে কথা বলতে হাজির হন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম৷ 

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পেছনে বিরোধী দলের নেতৃত্বের দায় দেখেন কিনা সঞ্চালক খালেদ মুহিউদ্দীনের এমন প্রশ্নের জবাবে অলি আহমেদ বলেন, ‘‘আমাদের যে দায়িত্ব ছিল তা আমরা পালন করতে পারি নাই৷ এখানে একদলীয় বাকশাল ও স্বৈরশাসন চলছে৷ সুতরাং কোনো নাগরিকের পক্ষে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা সম্ভব না৷''

২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি পেয়েই বিএনপি নির্বাচনে অংশ নিয়েছিল বলে মন্তব্য করেন তিনি৷ এলডিপি চেয়ারম্যান বলেন, ‘‘২০১৮ সালে আমরা সবাই নির্বাচনে না যাওয়ার পক্ষে ছিলাম৷ সচিবালয় থেকে থানা পর্যন্ত সব কিছুতেই আওয়ামী লীগের লোকজন ছিল৷ নির্বাচনের আগের দিন সন্ধ্যায় নির্বাচন শুরু হয়ে রাত তিনটায় শেষ হয়ে গেছে৷''

ড. কামাল হোসেন কে আওয়ামী লীগের ‘বি টিম' বলে মন্তব্য করেন এই প্রবীণ রাজনীতিবিদ৷

আওয়ামী লীগের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বলে তিনি বলেন, ‘‘বঙ্গবন্ধু বেঁচে থাকতে এবং মারা যাওয়ার পরেও আওয়ামী লীগ কখনোই সুষ্ঠু নির্বাচন করে নাই৷ যে কারণে ২০২৪ সালের নির্বাচনে আর অংশ নেয়ার কোন প্রশ্নই ছিল না৷''

২০২৪ সালে নির্বাচনে না যাওয়া রাজনৈতিকভাবে ভুল হয়েছে কিনা জানতে চাইলে অলি আহমেদ বলেন, ‘‘জনগণের অংশগ্রহণে নির্বাচন হলে ভুল হতো৷ কিন্তু জনগণতো নির্বাচনে অংশগ্রহণ করেনি তাই এটা কোন ভুল সিদ্ধান্ত ছিল না৷''

নির্বাচনের আগের আন্দোলন সফল না হতে পারার কারণ খুঁজতে যেতে অলি আহমেদ বলেন, ‘‘বিএনপির আন্দোলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জামায়াতে ইসলামী৷ জামায়াত একটি সুসংগঠিত রাজনৈতিক দল৷ জামায়াতকে যেভাবে ব্যবহার করা লাগতো তা বিএনপি পারে নাই৷''

এসএইচ/এআই