ব্যান্ড সংগীতের ধাঁচে লোক গান? হ্যাঁ, এমন পরিবেশনই করে যাচ্ছেন ভারতের লোকগানের দল ‘দোহার’ ও বাংলাদেশের ব্যান্ড ‘এফ মাইনর’-এর শিল্পীরা৷ ডয়চে ভেলে বাংলার ‘আমাদের কথা আমরা বলি’ অনুষ্ঠানের এই পর্বে আলোচনায় কলকাতা থেকে সুদীপ্ত চক্রবর্তী ও ঢাকা থেকে পিংকি চিরান৷