বাংলাদেশের ক্রিকেট রেকর্ড
ক্রিকেট দুনিয়ায় বাংলাদেশের খেলোয়াড়রা বারবার নিজেদের প্রমাণ করেছেন৷ চলুন এক নজরে দেখে নিই বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে কারা সেরা৷
সেরা ব্যাটসম্যান
ওয়ানডে, টেস্ট ও টিটোয়েন্টি তিন ফরম্যাটেই বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল৷ তিনি এরই মধ্যে টেস্টে চার হাজার, ওয়ানডেতে ৬ হাজার ও টিটোয়েন্টিতে দেড় হাজার রানের মাইলফলক পেরিয়েছেন৷
সেরা বোলার
টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলার সাকিব আল হাসান৷ টেস্টে ২০০ উইকেটের মাইলফলক এরই মধ্যে পেরিয়েছেন৷ তবে ওয়ানডেতে এখনো মাশরাফিই সেরা৷ অবশ্য মাশরাফি ক্রিকেট ছেড়ে দিলে সাকিব যে কোনো সময়ই টপকে যেতে পারেন তাঁকে৷
সেরা অলরাউন্ডার
সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার৷ তাই বিনাবাক্যে বাংলাদেশেরও সেরা অলরাউন্ডার তিনি৷
সেরা উইকেটরক্ষক
তিন ফরম্যাটেই বাংলাদেশের সেরা উইকেটরক্ষক মুশফিকুর রহিম৷ মিস্টার ডিপেন্ডেবল ব্যাট হাতেই শুধু দলের হাল ধরেন না, সব ফরম্যাটেই সবচেয়ে বেশি ডিসমিসালের মালিক তিনি৷
সবচেয়ে বড় ইনিংস
টেস্টে ২০১৮ সালের নভেম্বরে মুশফিকের ২১৯ রানের অপরাজিত ইনিংসটিই বাংলাদেশের সেরা৷ ওয়ানডেতে ২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে তামিমের ১৫৪ এবং ২০১৬ সালে বিশ্ব টি-টোয়েন্টির বাছাই পর্বে ওমানের বিপক্ষে তাঁর অপরাজিত ১০৩ রান এই ফর্মেটে বাংলাদেশের কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ ইনিংস৷
সেরা বোলিং
এক টেস্টে ১২ উইকেট নেবার অভিজ্ঞতা দু’বার হয়েছে মেহেদী হাসান মিরাজের৷ এনামুল হক জুনিয়রেরও আছে একটি৷ তবে ইকোনমিতে মিরাজই সেরা৷ ওয়ানডেতে মাশরাফি, রুবেল ও মুস্তাফিজ তিনজনেরই এক ম্যাচে ৬ উইকেট নেয়ার অভিজ্ঞতা আছে৷ তবে ইকোনমি রেটের কারণে কেনিয়ার বিপক্ষে ২০০৬ সালে নাইরোবিতে মাশরাফির ২৬ রানে ৬ উইকেটের বোলিংটিই এগিয়ে৷ টি-টোয়েন্টিতে ইলিয়াস সানি ও মুস্তাফিজের ৫ উইকেট নেবার অভিজ্ঞতা হয়েছে৷
সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান
টেস্টে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড এখনো বাংলাদেশের মোহাম্মদ আশরাফুলের৷ শ্রীলঙ্কার বিপক্ষে ২০০১ সালে কলম্বোয় ১৭ বছর ৬১ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন তিনি৷ বাংলাদেশের হয়েও তিনি সব ফরম্যাটে সবচেয়ে কনিষ্ঠ সেঞ্চুরিয়ান৷
সর্বকনিষ্ঠ ৫ উইকেট শিকারি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে অভিষেকেই পাঁচ উইকেট নিয়েছেন বাংলাদেশের তরুণ স্পিনার নাঈম হাসান৷ ১৭ বছর বয়সে তিনি এই মাইলফলক অর্জনের মাধ্যমে গড়েছেন বিশ্বরেকর্ড৷