বাভারিয়াকে ভালোবাসার দশটি কারণ
বাভারিয়া হচ্ছে জার্মানির সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পট৷ প্রতি বছর সাড়ে সাত মিলিয়ন বিদেশি অতিথি বাভারিয়া ভ্রমণ করেন৷ টুরিস্টদের কাছে জার্মানির এই রাজ্যটির জনপ্রিয়তার দশটি কারণ পাবেন এখানে:
নয়শোয়ানস্টাইন দুর্গ
বাভারিয়ার এই রোমান স্থাপত্যশিল্পটি পর্যটকদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ৷ প্রতিবছর ১৪ লাখের মতো মানুষ দুর্গটি দেখতে যান৷ ১৮৬৯ সালে এটি তৈরি করেন রাজা দ্বিতীয় লুডভিশ৷
অক্টোবরফেস্ট
পৃথিবীর সবচেয়ে বড় বিয়ার উৎসব অক্টোবরফেস্ট৷ প্রায় ষাট লাখের মতো মানুষ এই উৎসবে অংশ নেন৷ এখন অবশ্য শুধু বাভারিয়া নয়, গোটা বিশ্বেই ছড়িয়ে গেছে অক্টোবরফেস্ট৷ ১৮১০ সালে মিউনিখে এই উৎসবের শুরু হয়েছিল৷
এশীয়দের প্রিয়
ফ্রাঙ্কোনিয়া অঞ্চলের ছোট শহর রোটেনবুর্গ এশিয়ানদের কাছে বেশ প্রিয়৷ শহরটিতে এখনো কাঠের ঘরবাড়ি রয়েছে৷ একসময় যুদ্ধের কারণে দীর্ঘ সময় এই অঞ্চলের তেমন কোন উন্নতি হয়নি৷ আর এখন সেই পুরনো বাড়িঘরই সম্পদে পরিণত হয়েছে৷ কেননা পর্যটকরা এলাকাটিতে বেশ রোমান্টিক মনে করেন৷
মিউনিখ – বাভারিয়ার রাজধানী
বাভারিয়া রাজ্যের রাজধানী মিউনিখ জার্মানির অন্যতম সুন্দর মহানগরী৷ এখানে থাকা বিভিন্ন প্রাসাদ, পার্ক এবং মিউজিয়াম পর্যটকদের আকৃষ্ট করে৷
বায়ার্ন মিউনিখ ফুটবল ক্লাব
জার্মানির জাতীয় ফুটবল দলের পর সবচেয়ে জনপ্রিয় সম্ভবত বায়ার্ন মিউনিখ ফুটবল ক্লাব৷ এমনকি বাংলাদেশ, ভারতেও এই ক্লাবের অনেক ভক্ত রয়েছেন৷ মিউনিখে বায়ার্নের খেলাগুলো হয় ‘আলিয়ানৎস আরেনা’ স্টেডিয়ামে৷
‘সুগস্পিৎসে’
জার্মানির সবচেয়ে উঁচু চূড়া বাভারিয়ার অবস্থিত৷ বাভারিয়ান আল্পসের এই চূড়ার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ২,৯৬৩ মিটার উপরে৷ তবে সেখানে যেতে খুব একটা কষ্ট করতে হয়না৷ দুটো কেবেল কার এবং ‘ট্র্যাক রেল’ রয়েছে সর্বোচ্চ শিখরে পৌঁছাতে৷
কিং-স লেক
বাভারিয়ার দু’শো লেকের রাজা হচ্ছে এই লেক৷ লেকের পানি একেবারেই স্বচ্ছ৷ সেখানে গেলে মনে হতে পারে বুঝি রূপকথার কোন এলাকায় গিয়ে পৌঁছেছেন৷ পরিবেশবান্ধব ইলেক্ট্রনিক বোটে করে লেক পেরিয়ে বিখ্যাত এক গির্জায়ও যাওয়া যায়৷
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য
বাভারিয়ার সাতটি বিশ্ব ঐতিহ্যের মধ্যে সবচেয়ে বড়টি হচ্ছে বায়রয়েট-এর মার্গ্রেভাইন অপেরা হাউস৷ ১৭৪০ সালের দিকে তৈরি এই অপেরা হাউসটি ইউরোপে সবচেয়ে সুন্দরভাবে সংরক্ষিত বারক থিয়েটার৷
ন্যুরেমবার্গের ক্রিস্টকিন্ডেলসমার্কট
বাভারিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর ন্যুরেমবার্গ৷ অন্তত বিশ লাখ মানুষ ডিসেম্বরে শহরটির ক্রিসমাস মার্কেট দেখতে যান৷ বিশ্বের অন্যতম পুরাতন মার্কেট এটি৷
বাভারিয়ার আতিথেয়তা
বাভারিয়ার রয়েছে ৮০০ বিয়ার গার্ডেন, ৬০০ বিয়ার উৎপাদক এবং চার হাজার পানশালা৷ বিয়ারের রাজ্য বলা যায় বাভারিয়াকে৷ তবে সেখানকার ‘ব্রোটসাইট’ বা ‘ব্রেড টাইম’ খাবারও বেশ জনপ্রিয়৷