বার্লিন চলচ্চিত্র উৎসবের জন্য প্রাথমিক মনোনয়ন সম্পন্ন
১৬ ডিসেম্বর ২০১০উইলিয়াম শেক্সপিয়ারের নাটক অনুসারে ব্রিটিশ অভিনেতা ব়্যাল্ফ ফিয়েনেসের প্রথম ছবি ‘কোরিওলেনাস' থাকছে আসন্ন বার্লিনালের অন্যতম আকর্ষণ৷ বার্লিনের উৎসবেই প্রথম আন্তর্জাতিক প্রদর্শন হবে ছবিটির৷ এতে প্রধান চরিত্রে নিজেই অভিনয় করেছেন ফিয়েনেস৷ এছাড়া রয়েছেন জেরার্ড বাটলার, ভ্যানেসা রেডগ্রেভ, ব্রায়ান কক্স এবং জেমস নেসবিটের মতো চলচ্চিত্র তারকারাও৷
বার্লিনের উৎসবে ‘পিনা' নিয়ে হাজির হবেন জার্মান ছবি নির্মাতা ভিম ভেন্ডার্স৷ গত বছর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জার্মানির আধুনিক নাচের কিংবদন্তি পিনা বাউশ৷ তাঁকে নিয়েই ছবি তৈরি করেছেন ভেন্ডার্স৷ কিউবার সংগীত জীবন নিয়ে ছবি ‘বুয়েনা ভিস্তা সোশ্যাল ক্লাব'-এর পর এবার পিনা বাউশের টান্সথিয়েটার ভুপ্যার্টাল নিয়ে থ্রিডি ছবি বানালেন ভেন্ডার্স৷ নাচ ভিত্তিক এই ছবিটিরও আন্তর্জাতিক অঙ্গনে প্রথম দেখানো হবে বার্লিনালে'তে৷
বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র উৎসবগুলোর একটি বলে বিবেচনা করা হয় বার্লিনালে'কে৷ ফেব্রুয়ারির ১০ তারিখে শুরু হবে এই চলচ্চিত্র উৎসব৷ ২০১১ সালের এই উৎসবে প্রতিযোগিতার জন্য এখন পর্যন্ত আটটি ছবি বাছাই করা হয়েছে৷ তবে চলচ্চিত্রের নানা ধরণ ও শাখা বিবেচনায় উৎসবের সেরা পদকগুলোর জন্য বিশটিরও বেশি ছবিকে মনোনয়ন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে৷
অ্যামেরিকার শীর্ষ পর্যায়ের চলচ্চিত্র উৎসব সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল'এর সাথে যৌথ কার্যক্রমের অংশ হিসেবে এবারও জার্মান-মার্কিন যৌথ প্রযোজনায় তৈরি ছবি ‘দ্য ফিউচার' দেখানো হবে বার্লিনালে'তে৷ মার্কিন পরিচালক মিরান্ডা জুলির লেখা এবং অভিনয় করা এই ছবিতে এক দম্পতির জীবন কাহিনী তুলে ধরা হয়েছে৷ দেখানো হয়েছে কীভাবে একটি মালিকবিহীন বিড়াল পোষার ফলে তাদের জীবনে ঘটে যায় নানা নাটকীয় পরিবর্তন৷ ছবিটিতে অন্যান্যের মধ্যে অভিনয় করেছেন হ্যামিশ লিঙ্কলেটার এবং ডেভিড ওয়ারশফস্কি৷ ‘দ্য ফিউচার' ছবিটিরও আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হবে বার্লিনের উৎসবে৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক