1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্সেলোনার বিরুদ্ধে খেলতে প্রস্তুত জার্মানির বায়ার্ন মিউনিখ

১৩ এপ্রিল ২০০৯

ইউরোপীয় চ্যাম্পিয়ান্স লীগের প্রথম দফা কোয়ার্টার ফাইনালে, বার্সেলোনার বিরুদ্ধে বায়ার্ন মিউনিখের শোচনীয় শূন্য চার গোলে পরাজয়ের পর, মঙ্গলবার মিউনিখে বার্সেলোনার বিরুদ্ধে তার দ্বিতীয় দফা খেলার জন্য প্রস্তুত বায়ার্ন মিউনিখ৷

https://p.dw.com/p/HVrw
বার্সিলোনা বনাম বায়ার্ন মিউনিখছবি: AP

চ্যাম্পিয়ানশীপে টিকে থাকার জন্য এই খেলায় মিউনিখের জয় অত্যন্ত জরুরি৷ বর্তমান লীগ শিরোপাধারী মিউনিখ এই ম্যাচের জন্য যে প্রস্তুত তার প্রমাণ দিয়েছে গত শনিবার লীগে ফ্রাংকফুর্ট দলকে চার শূন্য গোলে পরাজিত করে৷

গত সপ্তাহে চ্যাম্পিয়ান্স লীগে বার্সেলোনার বিরুদ্ধে শূন্য চার এবং লীগে ভল্ফসবুর্গের বিরুদ্ধে ১-৫ গোলে পরাজিত হওয়ার পর জার্মান জাতীয় দলের সাবেক কোচ বর্তমানে বায়ার্ন মিউনিখের টেইনার ইয়্যুর্গেন ক্লিন্সমানকে বরখাস্ত করার সম্ভাবনা দেখা দেয়৷ তাই এটা এড়াতে ক্লিন্সমানকে বার্সেলোনার বিরুদ্ধে জিততেই হবে৷ ক্লিন্সমান বলেন, মঙ্গলবার রাতের জন্য আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি৷ বায়ার্নের মধ্যমাঠের খেলোয়াড় বাস্টিয়ান শোয়াইনস্টাইগার জোর দিয়ে বলেন যে, আমরা বার্সেলোনার বিরুদ্ধে মরণপণ লড়াই করব৷

বার্সেলোনার কোচ পেপ গার্ডিয়োলা তাঁর দলের খেলোয়াড়দের সাবধান করে দিয়ে বলেন, আমাদেরকে আঘাত হানার মত ক্ষমতা রয়েছে বায়ার্ণের৷ দলটি চার গোল করতে সক্ষম৷ কারণ বায়ার্ণে রয়েছে রিবেরি, টোনি ও বাস্টাইন এর মত বিপজ্জ্বনক খেলোয়াড়৷

প্রতিবেদক: আবদুস সাত্তার, সম্পাদনা: দেবারতি গুহ