1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বায়ার্ন মিউনিখ ছাড়ার হুমকি দিলেন রিবেরি

৩০ এপ্রিল ২০০৯

আরও চাপের মুখে বায়ার্ন৷ দলের সামগ্রিক পরিস্থিতি ভালো না হলে বায়ার্ন ছেড়ে দেওয়ার হুমকি দিলেন ফরাসী ফুটবল তারকা ফ্রাংক রিবেরি৷

https://p.dw.com/p/HhcR
রিবেরি এবং লুকা টোনির সঙ্গে কথা বলছেন বায়ার্ন মিউনিখের নতুন কোচ ইয়ুপ হাইনকেসছবি: AP

জার্মান লীগ চাম্পিয়ন বায়ার্ন মিউনিখর সময় সত্যিই ভালো যাচ্ছে না৷ বুন্দেসলীগায় এখনও পর্যন্ত একবারও তারা তালিকার এক নম্বরে উঠতে পারে নি৷ তিন নম্বরে রয়েছে তারা৷ কোচ ক্লিন্সমানকে হঠিয়ে দেওয়া হলো মরশুমের মাঝখানে, তার ওপর আবার দলের তারকা মিডফিল্ডার ফরাসী জাতীয় দলের ফুটবলার ফ্রাংক রিবেরি হুমকি দিয়েছেন, আগামী মরশুমের চ্যাম্পিয়নস লীগে অংশ নেয়ার জন্য যদি বায়ার্ন মিউনিখ কোয়ালিফাই করতে না পারে, সেক্ষেত্রে তিনি দল ছেড়ে দেবেন৷

চ্যাম্পিয়নস লীগে খেলতে গেলে বায়ার্নকে এবারের বুন্দেসলীগায় প্রথম দুটি দলের মধ্যে থাকতেই হবে৷ যার অর্থ, হয় আবার চ্যাম্পিয়ন হতে হবে, নয় রানার্স আপ৷ কিন্তু বুন্দেসলীগায় এই মুহূর্তের যা পরিস্থিতি, তাতে দেখা যাচ্ছে, বায়ার্ন লীগ শীর্ষে থাকা ভল্ফসবুর্গের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে আছে৷ খেলা বাকি রয়েছে মাত্র পাঁচটি৷ বায়ার্ন কী এই কঠিন পরিস্থিতিতে এবারে পারবে নিজেদের আগামী মরশুমের চ্যাম্পিয়নস লীগের জন্য যোগ্য করে তুলতে ? সন্দেহ নেই, এটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন৷

এই মিলিয়ন ডলারের প্রশ্নটিকে তুলেই বাস্তবিক অর্থে রিবেরি এখন বায়ার্ন ছাড়তে চাইছেন৷ আসল ঘটনা অন্য, বলছে ফুটবল বোদ্ধা মহল বা বায়ার্নের ফ্যানেরা৷ ২০১১ সাল পর্যন্ত বায়ার্নের সঙ্গে চুক্তিবদ্ধ রিবেরি আসলে বার্সেলোনা ক্লাবে খেলতে চাইছেন৷ স্পেনের এই নামজাদা ক্লাবের সঙ্গে রিবেরির কথাবার্তা চলছে বেশ কিছুদিন ধরে৷ তা নিয়ে বিশেষ ঢাক ঢাক গুড় গুড়ও যে রিবেরি করেছেন তাও নয়৷ ফলে বায়ার্নের সঙ্গে মাঝপথে চুক্তির খেলাপ করতে গেলে রিবেরির তো কিছু শক্তপোক্ত কারণ হাতে থাকা দরকার৷ সেই কারণেই চ্যাম্পিয়নস লীগের বায়না, এমনটাই শোনা যাচ্ছে ফুটবল মহলে৷ তবে সে যাই হোক, এমনিতেই চাপে থাকা বায়ার্ন এবার আরও একটা নতুন চাপের মুখোমুখি, যার নাম ফ্রাংক রিবেরি৷ সন্দেহ নেই, সময়টা মোটেও ভালো যাচ্ছে না জার্মান ফুটবল জায়ান্ট বায়ার্ন মিউনিখের জন্য৷

প্রতিবেদক: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক