বিচারব্যবস্থার উপর হামলার কিছু উদাহরণ
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতির বিরুদ্ধে এক বিচারককে ধমক দেয়ার অভিযোগ উঠেছে৷ বিশ্বের বিভিন্ন দেশে বিচারব্যবস্থার উপর এমন হামলার তথ্য থাকছে ছবিঘরে৷
আইসিসির বিচারকদের যুক্তরাষ্ট্রের হুমকি
২০২০ সালের মার্চে আফগানিস্তানে নিয়োজিত মার্কিন বাহিনীসহ সব পক্ষের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছিল আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি৷ এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রশাসন বলেছিল, আইসিসির যে বিচারকরা তদন্তের সঙ্গে যুক্ত হবেন তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা বাতিল কিংবা প্রত্যাখ্যান করা হবে৷
ব্রাজিলে সুপ্রিম কোর্টে ভাঙচুর
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর সমর্থকরা গত রোববার সুপ্রিম কোর্ট, কংগ্রেস, প্রেসিডেন্ট ভবনে হামলা চালায়৷ তারা সুপ্রিম কোর্টের বিভিন্ন ঘরে ভাঙচুর করেন৷ তারা প্রেসিডেন্ট নির্বাচনে বলসোনারোর হার মানতে পারছেন না৷ গতবছরের শুরুতে বলসোনারো সুপ্রিম কোর্টের দুজন বিচারকের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে তার (বলসোনারো) বিরোধিতা করার অভিযোগ এনেছিলেন৷
যুক্তরাষ্ট্রে বিচারকদের বিরুদ্ধে হুমকি বাড়ছে
২০২১ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারকরা সাড়ে চার হাজারের বেশি হুমকি ও অন্যান্য অগ্রহণযোগ্য যোগাযোগের শিকার হয়েছিলেন৷ হোয়াইট সুপ্রিমেসিস্ট ও সরকারবিরোধী অ্যাক্টিভিস্টদের কাছ থেকে হুমকি বেড়েছে বলে জানিয়েছে ইউএস মার্শালস সার্ভিস৷ একটি ঘটনায় একজন বিচারকের ছেলেকে হত্যা করা হয়৷ ছবিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত ‘লেডি জাস্টিস’ ভাস্কর্যে এক বিক্ষোভকারীকে দেখা যাচ্ছে৷
পাকিস্তানে সুপ্রিম কোর্টে শরিফ সমর্থকদের প্রবেশ
১৯৯৭ সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টে বিচার চলাকালে হাজার হাজার শরিফ সমর্থক কোর্ট ভবনে ঢুকে পড়েছিলেন৷ এই মামলাকে ঘিরে প্রধানমন্ত্রী শরিফ ও প্রধান বিচারপতি সাজ্জাদ আলি শাহের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব দেখা দিয়েছিল৷ পরিস্থিতি সামলাতে সেনাবনাহিনীর হস্তক্ষেপ চেয়েছিলেন প্রধান বিচারপতি৷
কলকাতায় বিচারপতির বিরুদ্ধে পোস্টার
সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তার এজলাস বয়কটের পাশাপাশি অন্য আইনজীবীদের এজলাসে প্রবেশে বাধা দেয়ার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস সমর্থক বলে পরিচিতি কিছু আইনজীবীর বিরুদ্ধে৷ মান্থা বারবার বিজেপির রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গে বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারীর ‘পক্ষে’ ও তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার ‘বিপক্ষে’ রায় দিচ্ছেন বলে মনে করেন তারা৷
পদত্যাগে বাধ্য হন বাংলাদেশের প্রধান বিচারপতি
২০১৭ সালে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া রায়ে বিভিন্ন পর্যবেক্ষণ দিয়েছিলেন৷ তা নিয়ে সেই সময় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছিলেন ক্ষমতাসীন দলের মন্ত্রী, দলীয় নেতা ও সরকারপন্থি আইনজীবীরা৷ পরে সিনহা পদত্যাগ করতে বাধ্য হন৷ এর কয়েক মাস পর দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা দায়ের করে৷
ব্রাহ্মণবাড়িয়ায় বিচারক অপদস্থ
সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি তানভীর ভূঁইয়া দলবল নিয়ে গিয়ে এজলাসে বসা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ ফারুককে অপদস্থ ও গালাগাল করছেন৷ এই সময় তানভীরকে ধমকের সুরে বিচারক ফারুককে উদ্দেশ্য করে ‘নাম, নাম’ বলতে শোনা যায়৷ যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করে বলেছেন কথাটি তিনি বিচারককে নয়, যে ভিডিও করছিল, তাকে বলেছেন৷