1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমানযাত্রীর অদ্ভুত লাগেজ বিভ্রাট

২০ জুলাই ২০১৮

প্লেনের লকারে ব্যাগ রাখার স্থান সংকুলান নিয়ে মাঝেমধ্যেই পোহাতে হয় বিপত্তি৷ কিন্তু যেখানে লাগেজ বাঁকা করে রাখলেই হয়, অথচ সেটাই আপনি বুঝতে পারছেন না, এমন ঘটনা নিশ্চয়ই সহসা ঘটে না৷

https://p.dw.com/p/31nUh
Malaysia Islamische Fluggesellschaft Rayani Air
ছবি: picture-alliance/AP Photo/J. Paul

এমন এক ঘটনা ঘটিয়ে ভাইরাল হয়েছেন এক যাত্রী৷ ঘটনাটি কোন বিমানের, তা অবশ্য জানা যায়নি৷

টুইটারে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক যাত্রী অনেকক্ষণ ধরে তাঁর মাথার ওপরের লকারে এক স্যুটকেস ঢোকানোর চেষ্টা করছেন৷ একবার না পেরে নানাভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঢোকানোর চেষ্টা করেও ব্যর্থ হন তিনি৷

কিন্তু একটা ব্যাপার তিনি বুঝতেই পারছিলেন না, খাড়া না রেখে শুইয়ে দিলেই লকারে অনায়াসে জায়গা হয়ে যায় লাগেজটি৷

একসময় তাঁর সাহায্যে এগিয়ে আসেন এক বিমানবালা৷ বিষয়টা বুঝিয়ে দেয়ার সাথে সাথে ব্যাগ বাঁকা করতেই মুহূর্তের মধ্যে লকারে ঢুকে যায় সেটি৷

ভিডিওতে সেই যাত্রীর নির্বুদ্ধিতা নিয়ে সহযাত্রীদের হাসাহাসি করতে দেখা যায়৷ ল্যারি লি নামের এক টুইটার অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছে ভিডিওটি৷ ল্যারি সাথে লিখেও দিয়েছেন, ‘আসলেই! এ ধরনের মানুষ পৃথিবীতে টিকে আছে কীভাবে?!'

ভিডিওতে অনেকেই অবশ্য সেই ‘বোকা' যাত্রীর পক্ষে যুক্তি দেখিয়েছেন৷ তাঁরা বলছেন, ক্লান্তি, মানসিক চাপ বা অন্যমনস্কতার কারণে এমন হতেই পারা, তবে তা নিয়ে হাসাহাসি করা ঠিক নয়৷

কেউ কেউ আবার ল্যারি এবং অন্য যাত্রীদের সমালোচনা করেছেন সেই যাত্রীকে সাহায্য না করে তাঁর দুর্ভোগ ভিডিও করা ও তাঁকে নিয়ে হাসাহাসি করার জন্য৷

ভিডিওটি এরই মধ্যে দেখা হয়েছে এক কোটি বারেরও বেশি বার৷ শেয়ার হয়েছে প্রায় সোয়া দুই লাখ বার৷

এডিকে/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান