বিশ্বকাপজয়ী নায়কদের আর্জেন্টিনায় ফেরা
লিওনেল মেসির নেতৃত্বে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা৷ মঙ্গলবার দীর্ঘদিনের কাঙ্খিত সেই ট্রফি নিয়ে দেশে ফিরেছে মেসি-বাহিনী৷ বুয়েনর্স আইরেসে বীরের মতো বরণ করা হয়েছে তাদের৷ দেখুন ছবিঘরে...
বিমানবন্দরে মেসি
কাতার থেকে বিমান একটু আগে বুয়েন্স আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে৷ ট্রফি হাতে বিমান থেকে বেরিয়ে এলেন মেসি৷
ওবেলিস্কোয় লাখো মানুষ
বিশ্বকাপজয়ীদের বরণ করতে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে নেমেছিল মানুষের ঢল৷ বিজয় মিছিলের আগে ওবেলিস্কোয় তিল ফেলারও জায়গা ছিল না৷
মেসি, বিশ্বকাপ ও জাতীয় পতাকা
ছাদ-খোলা বাসে সতীর্থদের সঙ্গে বসে আছেন মেসি৷ হাতে তার ৩৬ বছর দূরে থাকা বিশ্বকাপ আর সামনে বিশাল এক জাতীয় পতাকা৷
ওবেলিস্কোর শীর্ষে মেসিদের ভক্ত
আর্জেন্টিনার স্বাধীনতা ও গৌরবের প্রতীক ওবেলিস্কোর শীর্ষে উঠে মেসিদের উদ্দেশ্যে জাতীয় পতাকা নাড়ছেন এক ভক্ত৷
ছিলেন ম্যারাডোনা
৩৬ বছর আগে মেসিদের মতোই বিশ্বকাপ জিতে বুয়েন্স আইরেসে ফিরেছিলেন ডিয়েগো ম্যারাডোনা৷ মঙ্গলবারও দেখা গেল প্রয়াত মহানায়ককে৷ তার বিশাল ম্যুরাল দেখে মনে হচ্ছিল ‘আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর’ যেন মেসিদের বিজয় মিছিল সশরীরে দেখছেন৷
ওরা আটজন
অ্যাসোসিয়েশন অব আর্জেন্টিনিয়ান ফুটবলের প্রধান কার্যালয়ের সামনে ছাদ-খোলা বাসে লিয়ান্দ্রো পারাদেস, ডি মারিয়া, রদ্রিগো ডি পল, নিকোলাস ওটামেন্ডি , পাওলো দিবালা, ক্রিস্টিয়ান রোমেরো এবং লিওনেল মেসি৷
নেপথ্যের আসল নায়ক
অ্যাসোসিয়েশন অব আর্জেন্টিনিয়ান ফুটবলের প্রধান কার্যালয়ের সামনে ছাদ-খোলা বাস থেকে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন কোচ লিওনেল স্কালোনি৷
আনন্দের ট্রাম্পেট
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের বিজয় মিছিল শুরুর আগে ট্রাম্পেট বাজাচ্ছেন এক ভক্ত৷
পতাকায় মেসি
ভিক্টরি প্যারেডের আগে এক ভক্তের গায়ে জড়ানোর মেসির ছবি সম্বলিত পতাকা৷
বিশাল ট্রফি
অ্যাসোসিয়েশন অব আর্জেন্টিনিয়ান ফুটবলের প্রধান কার্যালয়ের সামনে এক ক্রেনে দেখা যাচ্ছে বিশাল এক বিশ্বকাপ ট্রফি৷ ট্রফিটা অবশ্য নকল৷