বিশ্বকাপের মূলপর্বে নেই ইটালি
২৫ মার্চ ২০২২তারা ইউরোপীয় চ্যাম্পিয়ন, তা সত্ত্বেও ২০২২ সালের বিশ্বকাপের মূলপর্বে দেখা যাবে না ইটালিকে। ঘরের মাঠে নর্থ ম্যাসিডোনিয়ার কাছে এক গোলে হেরে গেল তারা। এই নিয়ে পরপর দ্বিতীয়বার বিশ্বকাপের মূল পর্বে ইটালি খেলবে না।
আট মাস আগেই ইউরোপীয় চ্যাম্পিয়ান হয়েছিল ইটালি। তখন বলা হচ্ছিল, তাদের এবার বিশ্বকাপ জেতার সম্ভাবনা আছে। কিন্তু ইটালির স্বপ্নভঙ্গ হলো। আর সেটা হলো, নর্থ ম্যাসিডোনিয়ার হাতে, যারা ইটালিকে হারিয়ে দেবে, এমন ধারণা বিশেষজ্ঞরাও করেননি।
ইটালির ফুটবল দলের কোচ মানচিনি বলেছেন, ''জুলাই মাসে আমরা ফর্মের শিখরে ছিলাম। তারপর থেকে খেলা খারাপ হয়েছে।'' হারের পর মানচিনি আর পদে থাকবেন কিনা তা জানাননি। তবে ইটালির ফুটবল কর্মকর্তারা জানিয়েছেন, মানচিনিই আপাতত থাকবেন।
হারের পর মানচিনি ও ইটালির ফুটবলারদের দর্শকদের বিদ্রুপের মুখে পড়তে হয়। আসলে ২০২৬ সালের আগে ইটালির কাছে বিশ্বকাপের মূল পর্বে খেলার কোনো সুযোগ নেই। সেটাই দর্শকদের ক্ষোভের কারণ। আর হতাশ মানচিনি বলেছেন, ''আমি কোচ। যখন ফুটবলাররা ভালো খেলতে পারে না, তখন সব দায় আমারই।''
অন্য ম্যাচে তুরস্ককে ৩-১ গোলে হারিয়ে প্লে-অফ ফাইনালে উঠেছে পর্তুগাল। বিশ্বকাপে যাওয়ার লড়াইয়ে আগামী মঙ্গলবার নর্থ মেসিডোনিয়ার শেষ প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।
ব্রাজিলের জয়
ব্রাজিল চিলিকে চার গোলে হারিয়েছে। জাতীয় দলের জার্সিতে আবার ভালো খেললেন নেইমৈর। তিনিই ব্রাজিলের হয়ে প্রথম গোল করেন।
ইকুয়েডর, উরুগুয়ে মূল পর্বে
কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো ইকুয়েডর ও উরুগুয়ে। ইকুয়েডর অবশ্য প্যারাগুয়ের কাছে ৩-১ গোলে হেরে যায। তবে তাতে তাদের মূলপর্বে ওঠা আটকায়নি। উরুগুয়ে পেরুকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে।
জিএইচ/এসজি (এএফপি, রয়টার্স)