1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বযুদ্ধে হত জার্মান সেনার দেহাবশেষের খোঁজ ইউক্রেনে

২ মে ২০২৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই কাজ করছে জার্মান ওয়ার গ্রেভস কমিশন। ইউক্রেনের সেনার সাহায্যে সেদেশে উদ্ধার সেনার দেহাবশেষ।

https://p.dw.com/p/4QmK7
ইউক্রেনে বিমান ধ্বংস হয়ে মৃত জার্মান সেনার কবর।
ইউক্রেনে বিমান ধ্বংস হয়ে মৃত জার্মান সেনার কবর। ছবি: Volksbund

খবরটা দিয়েছিলেন পশ্চিম ইউক্রেনের ছোট্ট শহর সোপিভের চার্চের যাজক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেখানে একটি জার্মান বিমান ভেঙে পড়ে।

কমিশনের কাছে যাজক জানান, মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহগুলি নিয়ে গ্রামবাসীরা কবর দেন চার্চের পিছনে। ইউক্রেন ১৯৯১ সালে স্বাধীন হওয়ার পর গ্রামবাসীরা সেখানে কাঠের ক্রস লাগিয়ে দেন।

গতমাসে যুদ্ধের মধ্যেই কমিশনের বিশেষজ্ঞরা কবর খুঁড়ে ৪১ জন সেনার দেহাবশেষ বের করেন।

কিয়েভের কাছেও জার্মান সেনাদের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। সেখানে প্রথমে ইউক্রেনের সেনা দুইজন জার্মান সেনার দেহাবশেষ পান।

ওয়ার গ্রেভস কমিশনের সঙ্গে যুক্ত ভ্লাদিমির আয়োসেলিয়ানি ডিডাব্লিউকে বলেছেন, ''প্রথম একটি ট্রেঞ্চ খোড়া হয়। তারপর হাড় পাওয়া যায়। তারপর আইডন্টিফিকেশন মার্কার দিয়ে সেনাদের চিহ্নিত করা হয়। তারা সকলেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জার্মান সেনা।''

কমিশন সবমিলিয়ে ইউক্রেন থেকে ৮১৬ জন জার্মান সেনার দেহাবশেষ পেয়েছে। হিটলার সোভিয়েত ইউনিয়ন আক্রমণের পর ইউক্রেনে এই সেনারা মারা যান।

ফ্র্যাংক হফম্যান/জিএইচ/ডিডাব্লিউ