বিশ্বের সেরা দশ অপেরা হাউজ
মিউজিকের মন্দির বলে বিবেচনা করা হয় অপেরা হাউজকে৷ নানা সামাজিক অনুষ্ঠান ও বল ড্যান্সের জন্যও ব্যবহার হয় অসাধারণ স্থাপত্য শিল্পের অপেরা হাউজগুলো৷ এই ছবিঘরে থাকছে বিশ্বের সেরা ১০ অপেরা হাউজের কথা৷
ভিয়েনা স্টেট অপেরা
প্রতি বছর একবার ভিয়েনা স্টেট অপেরায় পাঁচ হাজারের মতো অতিথি ওয়াল্টস নাচের জন্য জড়ো হন৷ এজন্য অপেরার সব আসন সরিয়ে নিয়ে বলরুম তৈরি করা হয়৷ প্রতি বছর ২০ ফেব্রুয়ারি আয়োজন হয় এই ‘ভিয়েনা বল’-এর৷ আয়োজনটির ২০০ বছরের ইতিহাসে এবারই প্রথম এক সমকামী জুটিকে নাচার আমন্ত্রণ জানানো হয়৷
সেম্পের অপেরা হাউজ, ড্রেসডেন
জার্মানির সবচেয়ে সুন্দর বল ড্যান্সের আয়োজন হয় ড্রেসডেনে৷ মূল বলরুমে অংশ নেন ২০০০ মানুষ৷ পাশাপাশি এই আয়োজন অপেরা হাউজের বাইরে বড় পর্দায় দেখানো হয়, সেখানে জড়ো হন আরো প্রায় ১৫ হাজার মানুষ৷
অপেরা গার্নিয়ার, প্যারিস
১৮৭৫ সালে চালু হওয়া এই অপেরা হাউজটি ইউরোপের বৃহত্তমগুলোর একটি৷ নব্য বারোক স্টাইলে নির্মিত এই ভবনটিকে থিয়েটার স্থাপত্যের সেরাগুলোর একটি বলে বিবেচনা করা হয়৷
দ্য তিয়েত্রো আয়া স্কালা, মিলান
১৭৭৮ সালে প্রতিষ্ঠিত এই অপেরা হাউজটি বেশ কয়েকবার ধ্বংস হয়েছে, পুনর্নির্মাণ হয়েছে৷ ডিসেম্বরে এই অপেরার সিজন শুরু হয়৷
বলশই থিয়েটার, মস্কো
মস্কোতে যে-কোনো পর্যটকের তালিকাতেই রেড স্কয়ারের পাশাপাশি থাকে বলশই থিয়েটারের নাম৷ শুধু রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় অপেরা ও ব্যালে থিয়েটার নয়, এটি বিশ্বের সবচেয়ে সুন্দর থিয়েটার স্থাপত্যগুলোর একটি বলে বিবেচিত হয়৷
মেট্রোপলিটন অপেরা, নিউ ইয়র্ক
১৮৮০ সাল থেকে চালু আছে নিউ ইয়র্ক মেট্রোপলিটন অপেরা৷ কিন্তু ১৯৬৬ সালে অপেরা নতুন এই লিঙ্কন সেন্টার বিল্ডিং-এ সরিয়ে নেয়া হয়৷ বিশ্বের শীর্ষস্থানীয় অপেরা হাউজগুলোর একটি এটি৷
রয়েল অপেরা হাউজ, লন্ডন
১৭৩২ সালে স্থাপিত হয় গ্রেট ব্রিটেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অপেরা হাউজ৷ বিনা টিকেটেই ঘুরে আসা যায় দারুণ এই স্থাপত্যটি৷ সম্প্রতি ভবনটিকে সম্পূর্ণ সংস্কার করা হয়েছে৷ এখন ভবনটিতে বেশ কয়েকটি ক্যাফে আর রেস্তোরাঁও রয়েছে৷
সিডনি অপেরা হাউজ
বিশ্বের সবচেয়ে আইকনিক ফটোগ্রাফির জায়গাগুলোর একটি সিডনির অপেরা হাউজ৷ ১৪ বছর ধরে নির্মাণকাজ চলার পর ১৯৭৩ সালে খুলে দেয়া হয় এটি৷
গুয়াংজু অপেরা হাউজ, চীন
পার্ল নদীর পাড়ে নির্মাণ করা হয়েছে আধুনিক স্থাপত্যের নিদর্শন এই অপেরা হাউজ৷ ইরাকি-ব্রিটিশ স্থপতি জাহা হাদিদের ডিজাইন করা এই ভবনটিকে আধুনিক থিয়েটার স্থাপত্যের অন্যতম নিদর্শন মনে করা হয়৷
রয়েল অপেরা হাউজ, কোপেনহেগেন
এই অপেরা হাউজে নৌকায় চড়ে যেতে হয়৷ আমালিয়েনবার্গ প্রাসাদের ঠিক উলটোদিকের এক দ্বীপে এই অপেরা হাউজ৷ ড্যানিশ বিলিওনেয়ার ম্যার্স্ক ম্যাক-কিনে ম্যুলার এই অপেরা হাউজ নির্মাণ করে তা সরকারকে উপহার হিসেবে দিয়ে দেন৷ সাড়ে ৩৩ কোটি ইউরো খরচ করে চার বছরের নির্মাণকাজ শেষে ২০০৫ সালে এই অপেরা হাউজের উদ্বোধন হয়৷