বুন্ডেসলিগায় এগিয়ে গেল বায়ার্ন মিউনিখ, ভল্ফসবুর্গ ও হ্যার্টা
১৩ মে ২০০৯মঙ্গলবার জার্মান ফুটবল লিগ ‘বুন্ডেসলিগার প্রথম ডিভিশনের ৪টি ম্যাচই ছিল চমকে ভরা৷ বায়ার্ন মিউনিখ অবশেষে আবার বড় ব্যবধানে জয়ের স্বাদ পেতে শুরু করেছে৷ ঐ ক্লাব লেভারকুজেনকে ৩-০ গোলে পরাজিত করেছে৷ ভল্ফসবুর্গও ডর্টমুন্ডকে ৩-০ গোলে পরাজিত করেছে৷ অপর একটি ম্যাচে এফ সি কোলোন বার্লিনের হ্যার্টার কাছে ১-২ গোলে পরাজিত হয়েছে৷ চতুর্থ ম্যাচে হানোফার কার্লসরুয়েকে ৩-২ গোলে পরাজিত করেছে৷
লাগাতার ভালো খেলে ও ভালো ফল করে ভল্ফসবুর্গ এমনিতেই বুন্ডেসলিগার শিরোপার দৌড়ে বেশ এগিয়ে ছিল, যদিও ইদানীং কিছু ব্যর্থতা সেই সাফল্যের উপর যেন কিছুটা কালো ছায়া ফেলেছিল৷ গতকালের জয়ের পর সেই লক্ষ্য আরও কিছুটা কাছে চলে এল৷ তবে বায়ার্ন মিউনিখ ও বার্লিনের হ্যার্টাও শিরোপার দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার ফলে ভল্ফসবুর্গের সামনে কিছু বাধাও সৃষ্টি হচ্ছে৷
বলাই বাহুল্য, বায়ার্ন মিউনিখ শিবিরে গতকালের জয়ের ফলে স্বস্তির নিঃশ্বাস পড়েছে৷ ফলে শিরোপা অর্জনের লড়াইয়ে বায়ার্ন এখন দ্বিতীয় স্থানে রয়েছে৷ লুকা টোনি, ফ্লাঙ্ক রিবেরি ও লুকাস পডলস্কি এদিনের ম্যাচে গোল করেছেন৷ দলের নতুন কোচ ইয়ুপ হাইনকেস শুরু থেকেই রিবেরিকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছেন৷