1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্দেসলিগার শীর্ষে চলে এলো বায়ার্ন মিউনিখ

২৩ জানুয়ারি ২০১০

ভেরডার ব্রেমেনকে ৩-২ গোলে হারিয়ে বুন্দেসলিগার পয়েন্ট তালিকার শীর্ষে চলে এসেছে বায়ার্ন মিউনিখ৷ শনিবার অপর খেলায় শালকে ২-২ গোলে ড্র করেছে বোখুমের সঙ্গে৷

https://p.dw.com/p/LfJK
গোল দেওয়ার পর বায়ার্নের খেলোয়াড়দের উল্লাসছবি: AP

শনিবারেরর জয় নিয়ে টানা ছয় ম্যাচে পুরো পয়েন্ট আদায় করলো লুই ফান গালের দল বায়ার্ন মিউনিখ৷ জয়ের পাশাপাশি দলের জন্য আরও স্বস্তি নিয়ে এসেছে দীর্ঘদিন পর ফরাসি তারকা ফ্রাঙ্ক রিবেরির মাঠে ফেরা৷ যদিও খেলার প্রথমার্দ্ধে তাঁকে মাঠ নামানোর ঝুঁকি নিতে চাননি ফান গাল৷ গত ৩ অক্টোবর বায়ার্নের হয়ে শেষ মাঠে নেমেছিলেন রিবেরি৷ এদিকে খেলার শুরুতে কিন্তু এগিয়ে গিয়েছিল ব্রেমেনই৷ মাত্র ১০ মিনিটের মাথায় আরোন হান্টের জোরালো কিক বায়ার্ন গোলরক্ষক ইওয়ের্গ বাটকে পরাস্ত করে৷ তবে ৩৫ মিনিটের সময় থমাস ম্যুয়েলার সেই গোল শোধ করে দেন, এবং তার ১০ মিনিট পর ইভিকা ওলিচের গোলপোস্টের কাছ থেকে নেওয়া শটটি বায়ার্নকে এগিয়ে নেয়৷ দ্বিতীয়ার্ধে রিবেরি মাঠে নামেন, অন্যদিকে নিয়মিত গোলরক্ষক বাট অসুস্থ্য হয়ে পড়ায় গোলপোস্ট সামলানোর দায়িত্ব তুলে নেন মিশায়েল রেনজিং৷ ৭৫ মিনিটের মাথায় ব্রেমেনের মার্কো মারিন দারুণ একটি চিপ করলে তা থেকে গোল করে বসেন হুগো আলমেইডা৷ এর তিন মিনিট পরই রবেন ব্রেমেনের ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ে যে ফ্রি কিকটি নেন তা হাওয়ায় ভেসে জালে জড়িয়ে যায়৷ এই জয়ের ফলে এখন ৩৯ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার শীর্ষে অবস্থান করে নিয়েছে বায়ার্ন৷ তবে এক পয়েন্ট পিছিয়ে থাকা বায়ার্ন লেভারকুজেন আজ রোববারের ম্যাচে জয় পেলে আবার তারাই সবার আগে চলে আসবে৷

Fußball Bundesliga - VfL Bochum gegen FC Schalke 04
শালকের বিরুদ্ধে শেষ মুহুর্তে সমতা আনলেন বখুমের স্তানিস্লাভ সেস্তাক(বামে)ছবি: AP

অন্যদিকে লেভারকুজেনের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে থাকা শালকে শনিবার প্রথমার্ধে ২-০ তে এগিয়ে থেকেও জয় পায়নি বোখুমের বিরুদ্ধে৷ টানা চার ম্যাচ জয়ের পর এই ম্যাচে তাদের ছন্দপতন ঘটলো৷ অপরম্যাচে হামবুর্গকে ১-০ তে হারিয়ে চতুর্থ অবস্থানে উঠে এসেছে বরুসিয়া ডর্টমুন্ড৷ তবে এই ম্যাচে হারলেও হামবুর্গের জন্য ভালো খবরই রয়েছে৷ রিয়াল মাদ্রিদ থেকে ডাচ স্ট্রাইকার রুদ ফান নিস্টেলরুইকে ধারে আনার বিষয়টি নিশ্চিত হয়েছে ইতিমধ্যে৷ তাই আগামী ম্যাচগুলোতে আরো ভালো ফলাফল আশা করছে হামবুর্গ৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়