ভারতীয় দক্ষ কর্মীদের আরো ভিসা দেবে জার্মানি
২৮ অক্টোবর ২০২৪ওই চুক্তির আলোকে পেশাজীবী ও শিক্ষার্থীদের জার্মানি আসার পথ সুগম করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে৷
সম্প্রতি, ভারতের রাজধানী নয়া দিল্লি সফর করেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস৷
ভারতীয় আবেদনকারীদের ভিসা প্রাপ্তি সহজ করতে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর কথাও জানিয়েছে বার্লিন৷ এছাড়া, ভারতীয় ডিগ্রিকে স্বীকৃতি দেয়ার প্রক্রিয়াটিকেও সহজ করা হচ্ছে৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চ্যান্সেলর ওলাফ শলৎসের দ্বিপাক্ষিক আলোচনার সময় এই ঘোষণাটি আসে৷
নেতারা যা বললেন
ভারতীয় দক্ষ কর্মীদের প্রতিবছর ৯০ হাজার ভিসা দেবে জার্মানি৷ আগে এই সংখ্যাটি ছিল মাত্র ২০ হাজার৷
শলৎস বলেন, ‘‘বার্তাটি হলো, জার্মানি দক্ষ কর্মীদের জন্য উন্মুক্ত৷''
দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে জার্মানির উদ্যোগ নিয়েও কথা বলেন শলৎস৷ বর্তমানে জার্মানিতে আড়াই লাখ ভারতীয় বসবাস করছে বলেও জানান দেশটির চ্যান্সেলর৷
তিনি বলেন, ওষুধ শিল্প, পরিচর্যা বা তথ্যপ্রযুক্তির মতো যেসব খাতে আমাদের কর্মী ঘাটতি রয়েছে, সেখানেই ভারতীয় কর্মীরা কাজ করছেন৷
জার্মানির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এর মধ্য দিয়ে দুই দেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে মনে করেন তিনি৷
মোদী বলেন, ‘‘যখন ভারতের গতিশীলতা এবং জার্মানির নিয়ম-নিষ্ঠা এক হবে, যখন জার্মানির প্রকৌশল এবং ভারতের উদ্ভাবন যুক্ত হবে... তখন ইন্দো-প্যাসিফিক এবং সারা বিশ্বের জন্য একটি সুন্দর আগামী নিশ্চিত হবে৷''
অপরচুনিটি কার্ডের প্রতিও আগ্রহী ভারত
জার্মানির জোট সরকারের নতুন উদ্যোগ ‘অপরচুনিটি কার্ড'-এর সুযোগ নিয়ে এ বছরের জুন থেকে অন্তত আড়াই হাজার অভিবাসী দেশটিতে এসেছেন৷ ২৪ অক্টোবর সরকারি এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে৷
ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে নতুন এই প্রকল্পটি চালু করেছে জার্মান সরকার৷ অপরচুনিটি কার্ড নামের এই প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিকেরা পয়েন্ট অর্জনের মাধ্যমে জার্মানিতে আসার সুযোগ পাবেন৷
১ জুন থেকে কার্যকর হওয়া এই প্রকল্প দক্ষ বিদেশি কর্মীদেরকে চাকরির কোনো চুক্তিপত্র ছাড়াই জার্মানিতে আসার সুযোগ করে দেবে৷ জার্মানিতে এসে এক বছর থাকার অনুমতি পাবেন তারা৷ এই সময়টিতে নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি খোঁজার সুযোগ পাবেন তারা৷
মূলত জার্মান শ্রমবাজারে ক্রমবর্ধমান কর্মী সংকট মোকাবিলায় নতুন এই উদ্যোগটি নিয়েছে সরকার৷ আশা করা হচ্ছে, এর ফলে বিদেশিদের জার্মান শ্রমবাজারে ঢোকা সহজ হবে৷
এ বছরের জুনে কার্যকর হওয়ার পর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতি মাসে অন্তত ৫৫০টি সফল আবেদন নথিভুক্ত করেছে৷
নতুন এই প্রকল্পের অধীনে ভারতের নাগরিকেরা এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভিসা পেয়েছেন৷ দেশটির ৭৮০ জন নাগরিক এই ভিসা নিয়ে জার্মানি এসেছেন৷ এরপরেই রয়েছে চীন, তুরস্ক এবং পাকিস্তানের নাম৷
টিএম/আরআর (এপি, রয়টার্স)
প্রথম প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪ ইনফোমাইগ্রেন্টস
অভিবাসী বিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস তিনটি প্রধান ইউরোপীয় সংবাদমাধ্যমের নেতৃত্বে একটি যৌথ প্লাটফর্ম৷ প্লাটফর্মটিতে রয়েছে জার্মানির আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে, ফ্রান্স মিডিয়া মোন্দ, এবং ইটালিয়ান সংবাদ সংস্থা আনসা৷ এই প্রকল্পের সহ-অর্থায়নে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷