1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতীয় দক্ষ কর্মীদের আরো ভিসা দেবে জার্মানি

২৮ অক্টোবর ২০২৪

ভারতের দক্ষ কর্মীরা যাতে জার্মানির শ্রমখাতে যুক্ত হতে পারে, সেজন্য আরো বেশিসংখ্যক ভিসা ইস্যু করতে সম্মত হয়েছে বার্লিন৷ দুই বছর আগে অভিবাসন ইস্যুতে একটি চুক্তি সই করেছিল জার্মানি ও ভারত৷

https://p.dw.com/p/4mJGn
জার্মানিতে কর্মরত একজন ভারতীয়৷ প্রতীকী ছবি৷
ভারতীয় দক্ষ কর্মীদের প্রতিবছর ৯০ হাজার ভিসা দেবে জার্মানি৷ কমিয়ে আনা হবে আমলাতান্ত্রিক জটিলতা আর শিক্ষাগত ডিগ্রির স্বীকৃতির বিষয়টিও সহজ করা হচ্ছে৷ছবি: Matt Lincoln/Image Source/IMAGO

ওই চুক্তির আলোকে পেশাজীবী ও শিক্ষার্থীদের জার্মানি আসার পথ সুগম করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে৷

সম্প্রতি, ভারতের রাজধানী নয়া দিল্লি সফর করেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস৷

ভারতীয় আবেদনকারীদের ভিসা প্রাপ্তি সহজ করতে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর কথাও জানিয়েছে বার্লিন৷ এছাড়া, ভারতীয় ডিগ্রিকে স্বীকৃতি দেয়ার প্রক্রিয়াটিকেও সহজ করা হচ্ছে৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চ্যান্সেলর ওলাফ শলৎসের দ্বিপাক্ষিক আলোচনার সময় এই ঘোষণাটি আসে৷

নেতারা যা বললেন

ভারতীয় দক্ষ কর্মীদের প্রতিবছর ৯০ হাজার ভিসা দেবে জার্মানি৷ আগে এই সংখ্যাটি ছিল মাত্র ২০ হাজার৷

শলৎস বলেন, ‘‘বার্তাটি হলো, জার্মানি দক্ষ কর্মীদের জন্য উন্মুক্ত৷''

দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে জার্মানির উদ্যোগ নিয়েও কথা বলেন শলৎস৷ বর্তমানে জার্মানিতে আড়াই লাখ ভারতীয় বসবাস করছে বলেও জানান দেশটির চ্যান্সেলর৷

তিনি বলেন, ওষুধ শিল্প, পরিচর্যা বা তথ্যপ্রযুক্তির মতো যেসব খাতে আমাদের কর্মী ঘাটতি রয়েছে, সেখানেই ভারতীয় কর্মীরা কাজ করছেন

জার্মানির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এর মধ্য দিয়ে দুই দেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে মনে করেন তিনি৷

মোদী বলেন, ‘‘যখন ভারতের গতিশীলতা এবং জার্মানির নিয়ম-নিষ্ঠা এক হবে, যখন জার্মানির প্রকৌশল এবং ভারতের উদ্ভাবন যুক্ত হবে... তখন ইন্দো-প্যাসিফিক এবং সারা বিশ্বের জন্য একটি সুন্দর আগামী নিশ্চিত হবে৷''

প্রকৌশলীদের জন্য ‘উন্মুক্ত’ জার্মানি

অপরচুনিটি কার্ডের প্রতিও আগ্রহী ভারত

জার্মানির জোট সরকারের নতুন উদ্যোগ ‘অপরচুনিটি কার্ড'-এর সুযোগ নিয়ে এ বছরের জুন থেকে অন্তত আড়াই হাজার অভিবাসী দেশটিতে এসেছেন৷ ২৪ অক্টোবর সরকারি এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে৷

ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে নতুন এই প্রকল্পটি চালু করেছে জার্মান সরকার৷ অপরচুনিটি কার্ড নামের এই প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিকেরা পয়েন্ট অর্জনের মাধ্যমে জার্মানিতে আসার সুযোগ পাবেন৷

১ জুন থেকে কার্যকর হওয়া এই প্রকল্প দক্ষ বিদেশি কর্মীদেরকে চাকরির কোনো চুক্তিপত্র ছাড়াই জার্মানিতে আসার সুযোগ করে দেবে৷ জার্মানিতে এসে এক বছর থাকার অনুমতি পাবেন তারা৷ এই সময়টিতে নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি খোঁজার সুযোগ পাবেন তারা৷

মূলত জার্মান শ্রমবাজারে ক্রমবর্ধমান কর্মী সংকট মোকাবিলায় নতুন এই উদ্যোগটি নিয়েছে সরকার৷ আশা করা হচ্ছে, এর ফলে বিদেশিদের জার্মান শ্রমবাজারে ঢোকা সহজ হবে৷

এ বছরের জুনে কার্যকর হওয়ার পর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতি মাসে অন্তত ৫৫০টি সফল আবেদন নথিভুক্ত করেছে৷

নতুন এই প্রকল্পের অধীনে ভারতের নাগরিকেরা এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভিসা পেয়েছেন৷ দেশটির ৭৮০ জন নাগরিক এই ভিসা নিয়ে জার্মানি এসেছেন৷ এরপরেই রয়েছে চীন, তুরস্ক এবং পাকিস্তানের নাম৷

টিএম/আরআর (এপি, রয়টার্স)

প্রথম প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪ ইনফোমাইগ্রেন্টস

অভিবাসী বিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস তিনটি প্রধান ইউরোপীয় সংবাদমাধ্যমের নেতৃত্বে একটি যৌথ প্লাটফর্ম৷ প্লাটফর্মটিতে রয়েছে জার্মানির আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে, ফ্রান্স মিডিয়া মোন্দ, এবং ইটালিয়ান সংবাদ সংস্থা আনসা৷ এই প্রকল্পের সহ-অর্থায়নে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷

নেদারল্যান্ডস যেভাবে বিদেশি কর্মীদের আকৃষ্ট করে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান