ভারতে জাকির নায়েকের ‘সহযোগী আটক’
২২ জুলাই ২০১৬বাংলাদেশে জঙ্গিবাদে মদত দেয়ার অভিযোগের মধ্যেই আরেক ঘটনায় আলোচনায় এসেছেন ভারতীয় ইসলামি চিন্তাবিদ ড. জাকির নায়েক৷ তাঁর ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের সদস্য আরশিদ কুরেশিকে আটক করেছে কেরালা পুলিশ৷ ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সিরিয়াভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের জন্য তরুণ নিয়োগের অভিযোগে আটক হয়েছেন তিনি৷
আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম অবশ্য এই খবরের সত্যতা নিশ্চিত করেনি৷ আর ভারতীয় গণমাধ্যম এই সংবাদও প্রকাশ করেছে যে কুরেশির স্ত্রী তাঁর স্বামী পুরোপুরি নির্দোষ বলে দাবি করেছেন৷
উল্লেখ্য, গুলশানে জঙ্গি হামলায় অংশ নেয়া একাধিক জঙ্গি অতীতে জাকির নায়েকের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিল বলে অভিযোগ উঠেছে৷ ফলে জঙ্গিবাদের মদতদাতা হিসেবে নায়েকের নাম উঠে আসে বাংলাদেশ এবং ভারতের গণমাধ্যমে৷ এরপর আর ভারতে ফেরেননি তিনি, যদিও ভারত সরকার দেশে ফিরলে নায়েককে গ্রেপ্তার করা হবে এমন কোনো ইঙ্গিত এখনো দেয়নি৷
এআই / এসিবি (টাইমস অফ ইন্ডিয়া, এনডিটিভি)