1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধভারত

‘ভিডিও কলে দুষ্কৃতিকারীরা রেকর্ড করে আরো ঝামেলা করতে পারে’

২ নভেম্বর ২০২৪

সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত বলেন, ‘‘কখনও ভিডিও কলে যাবেন না৷ ভিডিও কলে গেলে দুষ্কৃতিকারীরা রেকর্ড করে আরো ঝামেলা করতে পারে৷ যদি কখনও বলে আপনার ছেলে-মেয়েরা থানায় আমাদের কাছে আছে৷ তখন কলটা কেটে দিয়ে ছেলে-মেয়েকে আগে ফোন করুন৷ ফোন করে নিজেকে পুলিশ বলে দাবি করলে কাউকে বিশ্বাস করবেন না৷ কারণ পুলিশ ওভাবে ফোন করে না৷''

https://p.dw.com/p/4mW78

অনলাইনে প্রতারণার ফাঁদ আর ‘ডিজিটাল গ্রেপ্তারি' বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বিশেষজ্ঞরাও বলছেন, জনসচেতনতা তৈরির মধ্য দিয়ে এই অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব৷

সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত ডিডাব্লিউকে বলেন, ‘‘এটা মূলত জামতাড়া গ্যাংয়ের কাজ, যারা পুলিশ সেজে নকল থানায় বসে কার্যসিদ্ধি করে৷ হঠাৎ এমন ফোন এলে মানুষ হতবুদ্ধি হয়ে পড়ে, এর সুযোগ নেয় দুষ্কৃতিকারীরা৷''