ভিয়েতনামে লন্ঠনের শহর
ভিয়েতনামের ছোট্ট শহর হয় আন৷ এক সময়ের বাণিজ্যবন্দর হিসেবে প্রসিদ্ধ এই শহর এখন ইউনেস্কো ঘোষিত ঐতিহ্যবাহী শহর৷ হয় আন-এর অন্যতম আকর্ষণ হাতে বানানো রেশমের লন্ঠন৷
শান্ত শহর
ভিয়েতনামি ভাষায় ‘হয় আন’ শব্দের অর্থ, দেখা করার শান্ত জায়গা৷ এখনও শহরের সেই শান্ত সৌন্দর্য অটুট৷
জাপানি সেতু
হয় আন শহরের কেন্দ্রে রয়েছে এক আচ্ছাদিত জাপানি সেতু, যা এই শহরের অন্যতম আকর্ষণ৷
ছবির মতো
মাত্র ১ লক্ষ ২০ হাজার লোকের বাস ছবির মতো সাজানো, সুন্দর এই শহরে৷ রাস্তাঘাট ফাঁকাই থাকে দিনভর৷
পুরনো আবেশ
একতলা, দোতলা বাড়ির লাল খোলার চালে নুয়ে পড়ে ফুলের গাছ৷ হয় আন-এর পুরনো অংশের এমনই নম্র, অনুচ্চকিত সৌন্দর্য৷
সন্ধ্যার সাজ
সন্ধ্যাবেলা যখন এক এক করে লন্ঠন জ্বলে ওঠে, তখনই বদলাতে শুরু করে হয় আন৷
লুকানো আলো
গাছের ডালপালার ফাঁকে মুখ লুকিয়ে থাকা লন্ঠনগুলো জ্বলে ওঠে এক এক করে৷
রং ঝলমল
বাহারি আলো আর রঙে ঝলমলিয়ে ওঠে গোটা শহরের পথঘাট৷
লন্ঠন বাহার
রাতের অন্ধকার যত গাঢ় হয়, ততই বাহারি হয়ে ওঠে লন্ঠনের আলো৷
যুগলছবি
লন্ঠনের আলো মায়াময় করে তোলে পরিবেশ৷ যুগলে ছবি তোলার প্ররোচনা দেয় সেই রোমান্টিক আলো৷
প্রেমের আলো
ভিয়েতনামি নবদম্পতিরা বিশ্বাস করেন, তাঁদের প্রেমও লন্ঠনের আলোর মতোই এমন আদুরে হয়ে থাকবে আজীবন৷
সরগরম
যত রাত বাড়ে, পর্যটক আর স্থানীয়দের ভিড়ে সরগরম হয়ে ওঠে হয় আন-এর আলোয় ধোঁয়া রাস্তাঘাট৷
চাঁদসাক্ষী
পূর্ণিমার চাঁদকে সাক্ষী রেখে উৎসবে মাতে জীবন, ২০০০ বছরের পুরনো এক শহরে৷