1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ভেন্যুর অভাবে ঢাকায় ওপেন কনসার্ট বন্ধ হয়ে গেছে'

২৬ ফেব্রুয়ারি ২০১৮

এখনো ওপেন কনসার্টে জড়ো হয় হাজারো মানুষ৷ তারপরও সঙ্কট আছে, আছে সমস্যা এবং সম্ভাবনাও৷ সব বিষয় নিয়েই ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বামবা)-র সাধারণ সম্পাদক শেখ মনিরুল আলম টিপু৷

https://p.dw.com/p/2tGvR
Bangladeshi Band Music
ছবি: bdnews24

ডয়চে ভেলে: এক দশক আগেও বাংলাদেশে ব্যান্ড সংগীতের জয়জয়কার ছিল, হঠাৎ করে ছন্দপতন কেন?

 শেখ মনিরুল আলম টিপু : ১০/১৫ বছর আগে ব্যান্ড মিউজিক নিয়ে যে উন্মাদনা ছিল, সেটা এখন যে নেই, সেটা বলা যাবে না৷ এখনো আছে ভালোভাবেই৷ সময়ের সঙ্গে সঙ্গে কিছু পরিবর্তন হয়েছে৷ তখন যে স্টুডেন্ট ছিল, এখন তো তিনি স্টুডেন্ট নেই, কর্মজীবি৷ বিভিন্ন পেশায় জড়িত হয়ে গেছে৷ এখন যারা স্টুডেন্ট, তাদের ওখানে কিন্তু এখন আমরা যাচ্ছি৷ সেখানে ভালো সাড়া পাচ্ছি৷ এবার যদি কনসার্টের কথা বলি, সেটা তুলনামূলকভাবে কম হচ্ছে৷ ভেন্যু স্বল্পতার কারণে৷ ওপেন কনসাটের জন্য আগে কমলাপুর স্টেডিয়াম, আর্মি স্টেডিয়াম, বঙ্গবন্ধু স্টেডিয়াম ব্যবহার করা হতো৷ এখন এসব মাঠ পাওয়া যাচ্ছে না৷ স্পন্সর, আয়োজকরা আগ্রহী, শিল্পীরা তো বটেই৷ ভেন্যুর কারণে ওটা সেভাবে হচ্ছে না৷ ঢাকার বাইরে কম-বেশি হচ্ছে, কিন্তু ঢাকার ভেতরে হচ্ছে না৷ সিকিউরিটির কারণে অনেক সময় অনুমতি দেয়া হচ্ছে না৷

তরুণরা কি এখনো আগের মতো ব্যান্ড শোনে?

 আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছি, স্কুল-কলেজে যাচ্ছি, ফ্যাশন শো-তে যাচ্ছি, সেখানে তো ভালো সাড়া পাচ্ছি৷ তা না হলে তো তারা আমাদের ডাকতো না৷ তবে এটা বলবো, সঠিকভাবে ব্যান্ড মিউজিকের চর্চা না হলে তরুণ প্রজন্ম আগ্রহটা হারিয়ে ফেলবে৷ বিশ্বব্যাপী যে মিউজিকের উন্নতি হচ্ছে, আমাদের সেভাবে উন্নতি করতে হবে৷ নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে হলে অন্য ব্যান্ড দলগুলোকেও উন্নতির দিকে নিয়ে যেতে হবে৷

‘ভেন্যুর অভাবে ঢাকায় ওপেন কনসার্ট বন্ধ হয়ে গেছে'

বাংলাদেশে কতগুলো ব্যান্ড দল আছে?

 কতগুলো ব্যান্ড দল আছে, সেটা বলা যাবে না, তবে বামবার সদস্য আছে ২৭ জন বা ২৭টি দল৷

এর মধ্যে মানসম্মত দল আছে কয়টি?

বামবাতে যারা আছে, তারা সবাই মানসম্মত৷ একটা স্টান্ডার্ড ছাড়া বামবার সদস্য হওয়া যায় না৷ বামবার বাইরেও বেশ কিছু ভালো ব্যান্ড আছে৷ আপনি যদি ওভাবে ভাবেন, তাহলে পাবেন না৷ তবে আমরা উন্নতি করছি, একটু সময় লাগবে৷

বলা হয়, আপনাদের গানে সুরের চেয়ে যন্ত্রই বেশি প্রাধান্য পায়৷ এটা কি ঠিক?

ব্যান্ড মিউজিকটা হলো টিম ওয়ার্ক৷ এখানে সবাই মিলে একটা সংমিশ্রনে একটা প্রোডাকশন বের হয়৷ অন্য গানগুলোকে সাউন্ড কম্পোজিশন যেভাবে হয়, ব্যান্ডে সেভাবে হয় না৷ এটা একটু ভিন্ন৷ সেই কারণে আপনি বলতে পারেন, মিউজিকের আধিক্য হয়৷ এটা প্রয়োজনের খাতিরেই হয়, অ্যারেঞ্জমেন্টের খাতিরেই হয়৷ এটা আমূলক সাধারণত হয় না৷ 

বাংলাদেশে বছরে ব্যান্ডের গানের কতগুলো সিডি বের হচ্ছে?

অনেকদিন ধরে সিডি হচ্ছে না৷ সিডির মার্কেটই নেই৷ আগে ঈদে, নতুন বছরে সিডি হতো৷ এখন সেভাবে হয় না৷ আগে তো ঈদে ৩০০ সিডি হতো৷

নারীদের অংশগ্রহণ কেমন?

না, আমাদের দেশে সেভাবে নেই

 কোন ব্যান্ড দলের প্রধান নারী?

 কোনো নারী যদি ব্যান্ড দল বানান, তাহলে সেটা হতে পারে৷ এটা আমি ঠিকভাবে জানি না৷ যেমন, মেহেরিন করেছিল তার নামে৷ আরো কয়েকজন করেছিল তাদের নামে৷ এখন তাদের কী অবস্থা আমি জানি না৷

ব্যান্ডে কি দেশীয় ঐতিহ্য ফুটে ওঠে?

একেকটা ব্যান্ড একেক ধরনের মিউজিক করে৷ কেউ ফোক, কেউ রক, কেউ হার্ডরক করে৷ যে যে ধরনের মিউজিক করে, সে তার কম্পোজিশন সেভাবে তৈরি করে৷

দেশীয় সংস্কৃতির সঙ্গে ব্যান্ড সঙ্গীতের কি কোনো পার্থক্য আছে?

ব্যান্ড তো দেশীয় সংস্কৃতিরই অংশ৷ ব্যান্ডে কয়েকজন মিলে কাজ করছে, এটা একটা টিম ওয়ার্ক৷ এখানে একেকজন একেক ধরনের ইনস্ট্রুমেন্ট বাজায়৷ কে কী ধরনের মিউজিক করবে, সে সেই ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করবে৷ এটা তার টেষ্টের উপর নির্ভর করে৷

ব্যান্ড সংগীতের মাধ্যমে পশ্চিমা ধাচের সংস্কৃতি দেশে ঢুকে পড়ছে, এমন অভিযোগ কতটা ঠিক?

আমরা তো ওয়েস্টার্ন মিউজিক ফলো করি, শুনি৷ সেটার ছাপ তো আমাদের মধ্যে থাকবেই৷ কারণ, ওখান থেকে আমরা শিখি, জানি, বুঝি৷ শুধু পশ্চিমা নয়, ইস্টার্ণ, ইস্টর্ণ ক্লাসিক্যাল বা ওখানকার যে রাগ আছে, সেটা আমরা শেখার বা বোঝার চেষ্টা করি৷ যখন আপনি ওগুলো নিয়ে চর্চা করবেন, তখন আপনার মিউজিকে সেটার প্রতিফলন হবে৷ এটা অভিযোগ করলে হবে না, যার যেটা ভালো লাগে সে সেটা শুনছে৷

ব্যান্ড দলগুলো মূলত কোন ধরনের শ্রোতাদের টার্গেট করে গড়ে উঠছে?

মিউজিক তো মিউজিকই৷ একেবারে টিএনজার থেকে শুরু করে বড়রাও শুনবে৷ সবারই টার্গেট থাকে ছোট-বড় সবার, যার আমার গান ভালো লাগবে৷ গানগুলো আসলে বয়স চিন্তা করে করা হয় না৷ ভালো গান করাটাই হলো মূল উদ্দেশ্য৷ আমাদের চিন্তা থাকে আপনি এখন যে গান করছেন, সেটা যেন ২০-৩০ বছর পরও মানুষ শোনে৷

বিদেশি ব্যান্ডের জনপ্রিয়তা দেখা যায় সব শ্রেণিতেই৷আমাদের দেশে ব্যান্ড দলগুলো কি সব শ্রেণির মানুষকে আকৃষ্ট করতে পারছে?

আমাদের দেশে তো ব্যান্ড মিউজিক শুরু হলো কিছুদিন আগে৷ হুট করেই তো কারো কাছে এটা ভালো না-ও লাগতে পারে৷ এক প্রজন্ম না করলেও হয়ত পরের প্রজন্ম এটাকে ভালোভাবে নিচ্ছে৷ এর জন্য সময় লাগবে৷ আমরা তো এটা শুরু করেছি, আমরা দেখেছি আগের প্রজন্ম এটা পছন্দ না করলেও পরের প্রজন্ম এটা পছন্দ করছে৷  

যদি বিদেশি ব্যান্ডের সঙ্গে আপনাদের তুলনা করতে বলি, তাহলে আপনি কি বলবেন?

তুলনা করা ঠিক হবে না, আমরা চেষ্টা করছি৷ আমরাও হার্ড মিউজিক করার চেষ্টা করছি৷ আমরা নিজেদের ইন্টারন্যাশনাল লেভেলের মনে করি, সেই মানের কাজ করার চেষ্টা করি৷ আসলে পশ্চিমা বলেন আর ইস্টার্নই বলেন, যেখানেই ভালো কাজ হবে, সেটাই ভালো৷ ভালো তো সব সময়ই ভালো৷

আপনিও কি মনে করেন ভেন্যুর অভাবেই কনসার্ট বন্ধ হয়ে গেছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি সমীর কুমার দে৷
সমীর কুমার দে ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি৷
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য