ভোটার হওয়ার বয়স কোন দেশে কত
বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও ভোটার হওয়ার ন্যূনতম বয়স ১৮৷ তবে সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ১৭ বছর বয়সেই ভোটাধিকার দেওয়া যেতে পারে। দেখা যাক বিশ্বের কোন দেশে ভোটার হওয়ার বয়স কত...
বেশিরভাগ গণতান্ত্রিক দেশের চিত্র
বিশ্বের বেশিরভাগ দেশেই ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স ১৮৷ বিশ্বের ৮৫ ভাগ দেশেই ১৮ বছর বয়সে ভোটাধিকার পায় জনগণ৷ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, জার্মানি, ইটালি, ফ্রান্স, ক্যানাডা, অস্ট্রেলিয়া, কাতার, সাউথ আফ্রিকাসহ বেশির ভাগ গণতান্ত্রিক দেশই আছে এই তালিকায়৷
বাংলাদেশের প্রতিবেশী দেশের অবস্থা
উপমহাদেশে বাংলাদেশের প্রতিবেশী সব দেশেই ভোটার হওয়ার বয়স ১৮ বছর। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপে ১৮ বছরের আগে কেউ ভোট দিতে পারে না। তালেবান ক্ষমতায় আসার আগে আফগানিস্তানেও ভোটার হওয়ার বয়স ছিলো ১৮ বছর৷ তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে আর ভোট হয়নি৷
১৬ বছরে ভোট ১০টি দেশে
১৬ বছর বয়সেও ভোট দেওয়ার সুযোগ আছে কয়েকটি দেশে। এদের মধ্যে বেশিরভাগই ল্যাটিন অ্যামেরিকার দেশ৷ যেমন: ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর, কিউবা, নিকারাগুয়া৷ এছাড়া ছোট দেশ মাল্টা, জার্সি, গুয়ের্নসে এবং দ্য আইল অফ ম্যান এ ১৬ বছর বয়সে ভোট দেয়া যায়৷ ইউরোপের দেশ অস্ট্রিয়াতেও এই নিয়ম রয়েছে৷
১৭ বছর বয়সে ভোট
চারটি দেশে ১৭ বছর বয়সে ভোট দেয়ার অধিকার আছে৷ এর মধ্যে অন্যতম উত্তর কোরিয়া৷ এছাড়া গ্রিস, তিমুর লিসতে এবং ইন্দোনেশিয়াও আছে এই তালিকায়৷
১৯ ও ২০ বছরে ভোটাধিকার
সলোমন দ্বীপপুঞ্জ একমাত্র দেশ যেখানে ১৯ বছর বয়সে ভোটাধিকার পাওয়া যায়৷ তাইওয়ান, ক্যামেরুন, বাহরাইন, নাউরুতে ভোটাধিকার প্রাপ্তির বয়স ২০ বছর৷
২১ ও ২৫ বছর বয়সে ভোটাধিকার
রাজনৈতিকভাবে রক্ষণশীল দেশ যেমন: কুয়েত, সিঙ্গাপুর, লেবানন, ওমান এবং টোঙ্গা, টোকেলাও, সামোয়াতে মানুষ ভোটাধিকার পান ২১ বছর বয়সে৷ সবচেয়ে বেশি বয়সে ভোটাধিকার পান সংযুক্ত আরব আমিরাতের মানুষ- ২৫ বছরে৷
জার্মানি
জার্মানিতে রাজ্য বা প্রাদেশিক নির্বাচনে ১৬টি রাজ্যের মধ্যে ৬টিতে ভোটারদের সর্বনিম্ন বয়স ১৬ বছর৷ এছাড়া ১১টি রাজ্যে পৌর নির্বাচনে ভোট দিতে পারেন ১৬ বছর বয়সিরা৷ বাকি প্রদেশ ও জাতীয় নির্বাচনে ভোট দেয়ার সর্বনিম্ন বয়স ১৮ বছর।
স্থানীয় সরকার বা প্রাদেশিক নির্বাচন
এসব নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি দেশে ভোটারের বয়স সাধারণ নির্বাচনের চেয়ে ভিন্ন৷ এছাড়া পেশা এবং বৈবাহিক অবস্থার ওপরও বয়সের তারতম্য নির্ভর করে৷ যেমন: সার্বিয়া, স্লোভেনিয়া এবং অন্য বলকান দেশগুলোতে ১৬ বছর বয়সে কেউ চাকরি পেলে ভোট দেয়ার অধিকার পায়৷ ইসরায়েলে ১৭ বছর বয়সে পৌর নির্বাচনে ভোট দেয়া যায়৷ বেলজিয়াম ও জার্মানির মানুষ ১৬ বছর বয়সে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট নির্বাচনে ভোট দিতে পারে৷
ছবিঘরের তথ্যসূত্র
ছবিঘরের তথ্য নেয়া হয়েছে স্বাধীন অলাভজনক সংস্থা ‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’ থেকে৷ যারা তাদের ওয়েবসাইটে ২৩০টি দেশের তথ্য তুলে ধরেছে৷ লিংক: https://worldpopulationreview.com/country-rankings/voting-age-by-country