মশার বংশবিস্তার রোধে ইউরোপে চলছে নানা গবেষণা৷ সুইজারল্যান্ডে গবেষকেরা নির্বীজ মশা ছেড়ে দিয়ে টাইগার মশার বিনাশ ঘটানোর পরীক্ষা চালাচ্ছেন৷ ইটালিতে স্টেরিলাইজড মশার মাধ্যমে অনাকাঙ্খিত এই প্রাণীর বিস্তার রোধের চেষ্টা চলছে৷ ব্যয়বহুল এসব পরীক্ষা সফল হলে তার সুফল পাবে মশার কারণে মানুষের জীবন বিপন্ন হওয়া দেশগুলো৷