বায়ুমণ্ডলে কার্বন নির্গমণ কিভাবে কমিয়ে আনা যায়, এ নিয়ে বিশ্বের নানা দেশেই চলছে পরীক্ষানীরিক্ষা৷ নরওয়ের এক প্রকল্প পরিকল্পনা করেছে কার্বন-ডাই-অক্সাইডকে তরল করে সমুদ্রের তলদেশে জমা করার৷ জাহাজে করে তরল সিওটু বহন করে জমা করা হবে সমুদ্রের তলদেশের দুই হাজার ৬০০ মিটার গভীরে৷