মিশায়েল শুমাখার নাকি ফর্মুলা ওয়ান মোটর রেসিং-এ ফিরছেন!
৩০ জুলাই ২০০৯ঘটনাচক্রের শুরু গত সপ্তাহান্তে হাঙ্গেরিয়ান গ্রঁ প্রী’তে ফেরারি চালক ফেলিপে মাসা’র মারাত্মক দুর্ঘটনা থেকে৷ বুধবার বুদাপেস্তের হাসপাতাল থেকে খবর, মাসা’র অবস্থা উন্নতির দিকে৷ ওদিকে জার্মানি থেকে ফর্মুলা ওয়ানের জন্য একটি খারাপ খবর: বিএমডাবলিউ এই মরশুমের পরেই ফর্মুলা ওয়ান রেসিং থেকে বিদায় নিচ্ছে৷ তারপরে ফর্মুলা ওয়ানের সব অনুরাগীদের চমকে দেওয়ার মতো খবর মিশায়েল শুমাখারের ওয়েবসাইটে: তিনি নাকি ফেরারি’র প্রেসিডেন্ট লুকা দি মন্তেজেমোলো এবং ফেরারি রেসিং টীমের প্রধান স্তেফানো দোমেনিকালি’র সঙ্গে কথা বলেছেন এবং সকলে মিলে স্থির হয়েছে যে শুমাখার স্বয়ং মাসা’র জায়গা নেবার জন্য প্রস্তুত হবেন৷ শুমাখার প্রথমে চালক এবং পরে উপদেষ্টা হিসেবে এদের সকলেরই ঘনিষ্ঠ৷
বিশ্বস্ততা
সাতবারের ফরমুলা ওয়ান চ্যাম্পিয়ন শুমাখার তিন বছর আগে স্বেচ্ছা-অবসর নেন, ৩৭ বছর বয়সে৷ ঐ সাতবারের মধ্যে তিনি পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিলেন লাল ফেরারিতে৷ সেই বিশ্বস্ততার দোহাই দিয়েছেন শুমাখার৷ কিন্তু তিনি যে প্রতিযোগী হিসেবে এই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য মুখিয়ে আছেন, সে-কথা জানাতেও ভোলেননি৷
ফিটনেস
এখন প্রশ্ন হল, ফর্মুলা ওয়ানের অবিশ্বাস্য ধকলের জন্য শুমাখার ফিট কিনা৷ গত ফেব্রুয়ারিতে তিনি একটি মোটর সাইকেল দুর্ঘটনায় চোট পান, যে ব্যাথা নাকি এখনও পুরোপুরি সারেনি৷ তবে দু’সপ্তাহ আগে শুমাখার একটি জার্মান ম্যাগাজিনকে বলেছিলেন, মানসিকতা এবং শারীরিক অবস্থার দিক থেকে তিনি এখনও জয়ের জন্য প্রতিযোগী হতে পারেন বলে তাঁর ধারণা৷ তবে তাঁর ধারণা এক কথা আর বাস্তব আরেক কথা৷ কাজেই তাঁকে এবার ফেরারির একটি বিশেষ প্রস্তুতিপর্বের মধ্য দিয়ে যেতে হবে, যার পরে বলা যাবে যে শুমাখারের ভক্তরা ভ্যালেন্সিয়ার রেসে ফেরারির রক্তিম রথে ফর্মুলা ওয়ানের এই মহারথীর পুনরাবির্ভাব আশা করতে পারেন কিনা৷
প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী, সম্পাদনা: হোসাইন আবদুল হাই