1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেকআপ কী করতে পারে!

১০ আগস্ট ২০১৮

অনেক মেয়েই মেকআপ খুব ভালোবাসেন৷ কেউ হাল্কা, কেউ গাঢ়৷ যুগে যুগে মেকআপে এসেছে পরিবর্তন৷ আজকাল এই মেকআপ যে কী করতে পারে, আপনার ধারণাই নেই! আর সেজন্যই দেখতে হবে এই ভাইরাল ভিডিওটি৷

https://p.dw.com/p/32wZj
ছবি: Reuters/B. McDermid

পৃথিবী আজ দু'ভাগে বিভক্ত৷ একদল বিশ্বাস করেন, মেকআপ হলো একটি শিল্প৷ অন্যদল তা পাত্তাই দিতে চান না৷ তবে যারা বিশ্বাসী তাদের জন্য সুখবর৷ ভবিষ্যতে কেউ যদি আপনাকে প্রশ্ন করেন যে, ‘কেন মেকআপ আপনার কাছে শিল্প মনে হলো?' তখন আপনি কথা খরচ না করে এই ভিডিওটি দেখিয়ে দিতে পারেন৷

১ মিনিট ১৪ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, একই ব্যক্তির (নারী অথবা পুরুষ) চেহারার দু'ভাগে দুই রকমের মেকআপ দেয়া হয়েছে৷ তাতে দু'জন ভিন্ন ব্যক্তিতে পরিণত হয়েছেন তিনি৷ এই ভিন্নতা এতই বেশি যে চমকে ওঠা ছাড়া গতি নেই!

মজার ভিডিও-র জনপ্রিয় সাইট নাইনগ্যাগ এই ভিডিওটি প্রকাশ করে আজ থেকে প্রায় দশ মাস আগে৷ বৃহস্পতিবার পর্যন্ত তা দেখা হয়েছে প্রায় ৬৬ লাখ বার৷ শেয়ার হয়েছে ৬০ হাজার বারেরও বেশি৷ কমেন্ট পড়েছে ৩১ হাজার৷

ভিডিওতে একজন মন্তব্য করেছেন, ‘‘এই মেকআপ করা শিখতে হবে৷ তবে এটাও ঠিক যে, এতটা মেকআপ দেয়ার বা দিয়ে আবার কোথাও যাবার সময় নেই৷'' আরেকজন লিখেছেন, ‘‘আমাদেরও মেকআপের খেলায় উন্নতি করতে হবে৷''

আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘‘যখন মেকআপ দিয়ে আপনি আপনার চেহারা পুরোই বদলে ফেলেন, তখন এটা মেকআপ নয়, ছদ্মবেশ৷''

জেডএ/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য