মেসিরা নন, বিশ্বকাপকে চাঙ্গা রেখেছেন দর্শকরা
১৮ ডিসেম্বর ২০২২বিশ্বকাপের হৃদয় হলো এর দর্শকেরা৷ তারা আসেন, দলকে সমর্থন করেন, প্রতিপক্ষের সঙ্গে বিতর্কে নামেন৷ রঙিন করেন আসর৷ উপভোগ করেন আয়োজক দেশের সংস্কৃতি ও ঐতিহ্য৷ তবে জার্মানিসহ এবারের ফুটবল বিশ্বকাপে ইউরোপীয়দের আগ্রহ কম দেখা গেছে৷ তবে দর্শক সমর্থকদের মধ্যে ব্রাজিল, আর্জেন্টিনা ও মরক্কোর জন্য বিশেষ জায়গা লক্ষ্য করা গেছে৷
ব্রাজিল ও আর্জেন্টিনার আন্তর্জাতিক সমর্থক
ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক বহির্বিশ্বে কতটা তা খুব ভালো করে বোঝা গেছে এবারের বিশ্বকাপে৷ বিশেষ করে কাতারে বাস করা হাজারো বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি সমর্থকের ভালোবাসা দেখেছে বিশ্ব৷ এছাড়া ভিন্ন মহাদেশে হলেও আরব দেশ মরক্কোর সমর্থন শুধু আরব বিশ্বেই আটকে থাকেনি, ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে, আরো পরিষ্কার করে বললে মুসলিম বিশ্বে৷
অভিবাসী শ্রমিকদের বিশ্বকাপ
এবার অভিবাসী শ্রমিকদের জন্য ‘বিশেষ' বিশ্বকাপের অভিজ্ঞতা তৈরি করেছে কাতার কর্তৃপক্ষ৷ তাদের জন্য আল রাইয়ান শহরে সাড়ে ১৪ হাজার ধারণক্ষমতার ক্রিকেট স্টেডিয়ামে বড় স্ক্রিনে খেলা দেখার আয়োজন করেছে৷ সেখানে প্রতিবারই মেসি, রোনাল্ডো বা নেইমারের ছবি ভেসে উঠলেই খুশিতে চিৎকার করেছেন হাজার হাজার অভিবাসী শ্রমিক৷ মূল আয়োজন থেকে দূরে তারা এক ভিন্ন বিশ্বকাপ উপভোগ করেছেন৷
কাতারে এসব স্টেডিয়াম বানানো এবং এখানে শ্রমিকদের কাজের পরিবেশ ও মানবাধিকার নিয়ে অনেক প্রশ্ন উঠেছে৷ এই স্টেডিয়ামগুলো বানাতে বাংলাদেশিসহ অনেক শ্রমিক মারা গেছেন৷ কাতার এসব নেতিবাচক প্রচারণায় বেশ অস্বস্তিতেই ছিল বৈকি৷ তাই বিশ্বকাপ নিয়ে কাতারিরা দেশের ভেতর গৌরব অনুভব করলেও বিদেশিদের এমন সমালোচনায় নাখোশ ছিলেন৷
‘পারিবারিক' পরিবেশের বিশ্বকাপ
এই বিশ্বকাপের আরো একটি দিক ছিল, এটি একটি সংযত বিশ্বকাপ৷ বিয়ার পানে নিষেধাজ্ঞা থেকে শুরু করে কাতারিদের সামাজিক ও ধর্মীয় পরিবেশের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য অনেক আগে থেকেই আলোচনা বিতর্ক চলেছে৷
আরো কিছু দিক ছিল এই বিশ্বকাপের৷ তার একটি, এবারই প্রথম কোন নারী রেফারি বিশ্বকাপের খেলা পরিচালনা করেছেন৷ এছাড়া কাতারি নারীরা এই প্রথম লাইভ ফুটবল দেখার সুযোগ পেলেন৷ এমনকি গ্যালারিতে তাদের উপস্থিতিও ছিল প্রত্যাশার চাইতে বেশি৷
সবমিলিয়ে নানা কারণে মনে রাখার মতো একটা বিশ্বকাপ৷ মেসি-রোনাল্ডোর মতো বড় বড় তারকাদের শেষ বিশ্বকাপ৷ আবার আলভারেজ-রামোসের মতো তরুণদের আবির্ভাব দর্শকদের উজ্বীবিত করেছে৷ বিশেষ করে মরক্কোর আবির্ভাব এ বিশ্বকাপকে দিয়েছে অনন্য মাত্রা৷
ম্যাক্স মেরিল/জেডএ