মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা
৬ জুন ২০২৪আগামী শনিবার নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবারই তিনি ভারতে আসবেন।
বুধবার শেখ হাসিনা ফোনে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন। পরপর তিনবার এনডিএ বিজয়ী হওয়ায় তিনি নরেন্দ্র মোদীকে বাংলাদেশের মানুষ, সরকার, নিজের ও পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানান। তখনই মোদী হাসিনাকে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব নুরএলাহি মিনা সাংবাদিকদের বলেছেন, ''শেখ হাসিনা জানিয়েছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বের ফলেই এনডিএ তৃতীয়বার ক্ষমতায় আসতে পেরেছে। ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্কের কথাও তিনি উল্লেখ করেছেন। শেখ হাসিনার আশা, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বিশ্ব সভায় আরো এগিয়ে যাবে।''
প্রধানমন্ত্রী মোদী নেপাল ও মরিশাসের প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং ভুটানের রাজাকেও শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন বলে নিউজ১৮ জানিয়েছে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বিক্রমসিংহের অফিস জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানাতে বিক্রমসিংহে ফোন করেছিলেন। মোদী তখন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান। তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন।
জিএইচ/এসজি(পিটিআই, নিউজ১৮)