মোবাইল পরিবেশ সাংবাদিকতার কর্মশালা ও প্রতিযোগিতা
১৩ এপ্রিল ২০২১ডয়চে ভেলে একাডেমি বাংলা ভাষায় মোবাইল সাংবাদিকতা এবং পরিবেশ সাংবাদিকতার ওপর দুটি অনলাইন কর্মশালার আয়োজন করবে। বাংলাদেশ থেকে সর্বোচ্চ ১০ জন প্রতিযোগী এতে অংশ নিতে পারবেন। প্রতিটি কর্মশালা চার অর্ধদিবস অনুষ্ঠিত হবে (প্রতিদিন তিন থেকে পাঁচ ঘণ্টা)। উভয় কর্মশালায় অংশগ্রহণ বাধ্যতামূলক। কর্মশালা-১ অনুষ্ঠিত হবে ২০২১ সালের জুন ৮-৯ এবং জুন ১৪-১৫। কর্মশালা-২ অনুষ্ঠিত হবে ২০২১ সালের জুন ২৮-২৯ এবং জুলাই ৭-৮। কর্মশালায় পরিবেশ বিষয়ে একটি মোবাইল ভিডিও প্রতিবেদন তৈরির ব্যাপারে অংশগ্রহণকারীদের প্রস্তুত করে তোলা হবে। যেসব অংশগ্রহণকারী উভয় কর্মশালা এবং ভিডিও প্রতিবেদন তৈরি করবেন, তাদের প্রত্যেককেই একটি সনদপত্র দেয়া হবে। পাশাপাশি, প্রতিটি অংশগ্রহণকারী দেশ থেকে একজনকে বিজয়ী হিসাবে নির্বাচিত করবে ডয়চে ভেলে একাডেমি।
প্রতিটি দেশের বিজয়ীদের ইন্দোনেশিয়ার জাকার্তায় পরিবেশ সাংবাদিকতা সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হবে। এই সম্মেলনে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বর্তমান পরিবেশ ও জলবায়ু সংকট নিয়ে আলোচনার জন্য অঞ্চলের বিভিন্ন দেশের সংবাদকর্মী, বিশেষজ্ঞ এবং পরিবেশকর্মীদেরও আমন্ত্রণ করা হবে। সম্মেলনের পর বিজয়ী ব্যক্তি বা দলের সদস্যরা আরো একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করবেন। ডয়চে ভেলে একাডেমি অংশগ্রহণকারীদের ভ্রমণ, থাকা-খাওয়া এবং ভিসার খরচ বহন করবে। তবে ডয়চে ভেলে একাডেমি বিজয়ীদের এই পুরস্কারের পরিবর্তে নগদ অর্থ পরিশোধ করবে না।
“পরিবেশ সাংবাদিকতা: ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান নদীসমূহ – প্রাণ ও সংঘাতের উৎস” প্রকল্পের আওতায় প্রস্তুত করা প্রতিবেদন যদি ডয়চে ভেলের সাংবাদিকতার মান বজায় রাখে, তাহলে তা ডয়চে ভেলের প্রচার মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা হতে পারে।
বিস্তারিত জানতে এবং প্রয়োজনীয় কাগজপত্র ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন৷