ম্যার্কেলের দলকে নাড়িয়ে দেয়া এক ইউটিউবার
৩০ মে ২০১৯জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত পদক্ষেপ না নেয়ায় ম্যার্কেলের দল সিডিইউ ও জোটসঙ্গী এসপিডি দলের সমালোচনা করেন তিনি৷
১৮ মে আপলোড করা ৫৫ মিনিটের ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়ে যায়৷ জার্মান ভাষার এই ভিডিওটি এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় এক কোটি ৩৭ লাখ বার৷ উল্লেখ্য, জার্মানিতে রবিবার (২৬ মে) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে৷
ইউরোপীয় নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ম্যার্কেলের দল সিডিইউর ভোট গতবারের চেয়ে সাত শতাংশ কমে গেছে৷ এছাড়া ফল বিশ্লেষণ করে জানা যাচ্ছে যে, দলটি তরুণদের ভোট হারিয়েছে এবং ভোট দেয়ার ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন একটি উল্লেখযোগ্য ইস্যু ছিল৷
রবিবার নির্বাচনের ফল ঘোষণার পরদিন সোমবার ম্যার্কেলের উত্তরসূরি ও সিডিইউ-র বর্তমান প্রধান আনেগ্রেট ক্রাম্প-কারেনবাউয়ার নির্বাচনের আগে অনলাইনে মত প্রকাশের ক্ষেত্রে নীতিমালা করা যায় কিনা, তা নিয়ে বিতর্কের প্রস্তাব করেন৷
তাঁর এই বক্তব্য বাকস্বাধীনতার উপর হস্তক্ষেপের চেষ্টা বলে মন্তব্য করেছেন অনেকে৷ এছাড়া ‘আমাদের মত প্রকাশের স্বাধীনতার উপর কোনো সেন্সরশিপ নয় মিসেস ক্রাম্প-কারেনবাউয়ার’ শীর্ষক একটি অনলাইন পিটিশনও শুরু হয়েছে৷ বৃহস্পতিবার জার্মান সময় দুপুর আড়াইটা পর্যন্ত প্রায় ৭০ হাজার জন এতে স্বাক্ষর করেছেন৷
এদিকে, বুধবার প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ৭২ শতাংশ জার্মান ক্রাম্প-কারেনবাউয়ারকে চ্যান্সেলর পদের উপযুক্ত মনে করেন না৷
অবশ্য চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলসহ দলের অন্যান্য সহকর্মীদের সমর্থন পাচ্ছেন ক্রাম্প-কারেনবাউয়ার৷ তিনি বলেন, ‘‘আমি সিডিইউতে যাঁদের চিনি তাঁরা সবাই মৌলিক অধিকার হিসেবে বাকস্বাধীনতা সমর্থন করেন৷''
জেডএইচ/এসিবি (ডিপিএ)
গত বছরের ৮ অক্টোবরের ছবিঘরটি দেখুন...