যত্রতত্র রাস্তা পারে জরিমানা
ফুটওভার ব্রিজ থাকলেও তা ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত গাড়ির ফাঁক গলে রাস্তা পার হওয়া ঢাকার দীর্ঘদিনের সমস্যা৷ সোমবার ফার্মগেটে বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এজন্য জরিমানা করা হয় অনেককে৷
রাস্তা পার হতে গিয়ে ধরা
ফুটওভার ব্রিজ পাশে থাকলেও ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়ায় এই পথচারীদের ভ্রাম্যমাণ আদালতে নিয়ে যায় পুলিশ৷
ছাড় পাননি নারীরাও
বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত উপলক্ষে ফার্মগেট এলাকায় মোতায়েন করা হয় বাড়তি পুলিশ৷ বেপরোয়া নারী পথচারীদের পাকড়াও করা হয়৷
পুলিশের অনুরোধ
ঝুঁকি না নিয়ে ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হওয়ার অনুরোধ জানিয়ে ট্রাফিক বিভিন্ন কর্মসূচি পালন করলেও পরিস্থিতির উন্নতি হয়নি৷
বিস্ময়
ফুটওভার ব্রিজ রেখে রাস্তার মাঝ দিয়ে পার হওয়াটা আইনের লংঘন, কিন্তু এ বিষয়ে অবগত নন অনেকে৷ তাই পুলিশ ধরলে বিস্ময় প্রকাশ করেন তারা৷ আগে ঘোষণা না দিয়ে এই অভিযান চালানো নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ৷
জরিমানা
বেপরোয়া পথচারীদের কাছ থেকে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত জরিমানা আদায় করেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট৷
হতে পারে জেলও
ফার্মগেটে সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযানে দুই শতাধিক ব্যক্তিকে জরিমানা করা হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবর৷ বিআরটিএর আইনে এই অপরাধে জরিমানার বদলে জেল দেওয়ার বিধান রয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ম্যাজিস্ট্রেট৷