যমুনার পানি কমছে, ঘরে ফিরছে দিল্লির মানুষ
বন্যার পানি কমে যাওয়ায় যমুনা তীরের বাসিন্দারা ঘরে ফিরতে শুরু করেছেন৷ ভারতের রাজধানী নতুন দিল্লীর নদী তীরবর্তী অঞ্চল গত সপ্তাহে পানিতে তলিয়ে গিয়েছিল৷
ঘরে ফিরছে দিল্লির মানুষ
গত ৪৫ বছরের মধ্যে যমুনার পানি সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল গত সপ্তাহে৷ ফলে ভারতের রাজধানী নতুন দিল্লির অনেক বাসিন্দার ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে যায়৷ সেই পানি কমে এসেছে৷ সোমবার ঘরে ফিরতে শুরু করেছেন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা৷ ছবিতে ২৮ বছরের মুন্নি দেবীকে তার ঘর থেকে কাদা সরাতে দেখা যাচ্ছে৷
সরিয়ে নেয়া হয়েছিল অনেক মানুষকে
যমুনার পানি বেড়ে বন্যা সৃষ্টি হলে কয়েক হাজার মানুষকে ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে ত্রাণকেন্দ্রে সরিয়ে নেয়া হয়৷ টানা ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি উপচে পড়েছিল৷ ছবিতে ৬০ বছর বয়সি সুনীল শর্মাকে একটি হিন্দু মন্দিরের দুয়ার থেকে কাদা সরাতে দেখা যাচ্ছে৷
ক্ষতিগ্রস্তদের সহায়তা
বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের ঘরবাড়ি৷ দিল্লি সরকার ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ১০ হাজার ভারতীয় রূপি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে৷ এছাড়া উপদ্রুত এলাকার শিশুদের বই এবং ইউনিফর্ম দেবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ৷
মানুষ মানুষের জন্য
কাদায় আটকে পড়া এক ব্যক্তিকে সহায়তা করছেন আরেকজন৷ শুধু যমুনার তীরই নয়, নতুন দিল্লির আরো অনেক এলাকায় বন্যার পানি ছড়িয়ে পড়ে বন্যা প্রতিরোধক ব্যবস্থা সময়মতো কাজ না করায়৷
ঘরের বাইরে কাপড়ের স্তুপ
যমুনা তীরের একটি বাড়ির সামনে কাদামাখা ব্যাগে কাপড়ের স্তুপ দেখা যাচ্ছে৷ বন্যার পানি কমে যাওয়ার পর এখন ঘরদোর পরিষ্কারের দিকেই মনোযোগ স্থানীয়দের৷
কিছু স্কুল খুলেছে
পানি কমে যাওয়ায় বন্যা উপদ্রুত অঞ্চলের কিছু স্কুল সোমবার পুনরায় খুলেছে৷ তবে যে ১৩টি স্কুলে ত্রাণকেন্দ্র চালু করা হয়েছে সেগুলো এবং যমুনার তীরের চারটি স্কুল বুধবার অবধি বন্ধ থাকবে৷ ছবিতে ঘরের মধ্যে জমে থাকা কাদা পরিষ্কার করছেন রামজি নামের এক ব্যক্তি৷
রোগবালাই ছড়ানোর আশঙ্কা
টানা কয়েকদিন বন্যার পানি জমে থাকার কারণে যমুনার তীরে মশা এবং অন্যান্য পোকামাকড়বাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ এখন পানি সরে যাওয়ায় রোগবালাই প্রতিরোধে সক্রিয় হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ৷
আবার বন্যার আশঙ্কা
নতুন দিল্লির যমুনা পাড়ের বাসিন্দারা ঘরদোর পরিষ্কার করা শুরু করলেও আবারো পানি বাড়ার আশঙ্কার কথা জানিয়েছেন রাজধানীর গণপূর্ত বিভাগ মন্ত্রী আতিশি মারলেনা৷ প্রতিবেশি হারিয়ানা প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে যমুনার পানি আবারো বাড়তে শুরু করেছে বলেছেন তিনি৷