অপরাধযুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ‘গাড়িহামলা', নিহত অন্তত ১০
১ জানুয়ারি ২০২৫বিজ্ঞাপন
বুধবার (১ জানুয়ারি) লুইজিয়ানা রাজ্যের নিউ অরলিন্স নগর কর্তৃপক্ষ এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করলেও হতাহতের সংখ্যার বাইরে তৎক্ষণাৎ আর কোনো তথ্য জানাতে পারেনি।
এর আগে সিবিএস নিউজ এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানায়, চালক ব্যারিকেড ভেঙে জনতার ভিড়ের মধ্যে প্রচণ্ড গতিতে ট্রাক তুলে দেয় এবং ট্রাক থেকে নেমে গুলি করা শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানকার পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে।
নিউ অরলিন্স শহরের পুলিশের মুখপাত্র সিবিএস নিউজকে বলেন,‘‘প্রাথমিক রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে, একটি গাড়ি সমবেত জনতার ওপর তুলে দেয়া হয়।"
লুইজিয়ানা শহরের মেয়র জেফ লান্ড্রি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন "আজ ভোরে বউরবন স্ট্রিটে এক ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছে।" তিনি ঘটনাস্থল থেকে সবাইকে দূরে থাকার অনুরোধ করেন।
এসএইচ/এসিবি (রয়টার্স)