1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধ-পূর্ব অবস্থায় ইউরোপ: পোলিশ প্রধানমন্ত্রী

৩০ মার্চ ২০২৪

ইউরোপ যুদ্ধ-পূর্ব অবস্থায় রয়েছে মন্তব্য করে পোলিশ প্রধানমন্ত্রীর বলেন, ‘‘ইউরোপে কেউই নিরাপদ বোধ করবে না যদি কিয়েভ যুদ্ধে হেরে যায়৷’’

https://p.dw.com/p/4eGxA
পোলিশ প্রধানমন্ত্রী ডনাল্ড টুস্ক বলেছেন, ইউরোপ এখন এমন এক পরিস্থিতিতে রয়েছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি৷ 
ইউরোপিয়ান কাউন্সিলের সাবেক এই প্রেসিডেন্ট এমন সময়ে তার আশঙ্কার কথা জানালেন যখন ইউক্রেনে রাশিয়ার হামলার দুই বছর সময় অতিবাহিত হলো৷ছবি: Kuba Atys/Agencja Wyborcza.pl via REUTERS

শুক্রবার ইউরোপীয় মিডিয়া গ্রুপ লেনাকে দেওয়া এক সাক্ষাৎকারে পোলিশ প্রধানমন্ত্রী ডনাল্ড টু্স্ক ইউক্রেনে রাশিয়ার হামলার দুই বছর পর ইউরোপের পরিস্থিত নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন৷

তিনি বলেন, ‘‘যেকোনো কিছুই ঘটতে পারে৷ রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালিয়েছে তখন ইউরোপ যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় প্রবেশ করেছে৷’’

পোলিশ এই রাজনীতিবিদ আরো বলেন, ‘‘ইউরোপে সংঘাতের একটি সত্যিকারের হুমকি রয়েছে৷ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই মহাদেশ প্রথমবারের মতো যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় প্রবেশ করেছে৷’’   

‘‘যুদ্ধ অতীতের কোনো বিষয় নয়৷ এটি এখন বাস্তব এবং এটি দুই বছর আগে শুরু হয়েছে৷ এই মুহূর্তে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, যেকোনো কিছুই ঘটতে পারে৷ ১৯৪৫ সালের পর থেকে আমরা এ ধরনের পরিস্থিত দেখিনি৷’’  

তিনি বলেন, ‘‘আমি জানি যে এটি খুব ভয়ানক শোনাচ্ছে, বিশেষ করে তরুণদের কাছে ৷ কিন্তু আমাদের এই বাস্তবতার সাথে অভ্যস্ত হতে হবে যে একটি নতুন যুগ শুরু হয়েছে- যুদ্ধ পূর্ববর্তী যুগ৷ আমি বাড়িয়ে বলছি না, প্রতিদিন বিষয়টি পরিষ্কার হচ্ছে৷’’    

ইউরোপিয়ান কাউন্সিলের সাবেক এই প্রেসিডেন্ট এমন সময়ে তার আশঙ্কার কথা জানালেন যখন ইউক্রেনে রাশিয়ার হামলার দুই বছর সময় অতিবাহিত হলো৷ রাশিয়া হামলা শুরুর পর ইউরোপর অনেক দেশই নিজদের অস্ত্র উৎপাদন বাড়াতে শুরু করেছে৷  

যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত হেলসিংকি

পোলিশ প্রধানমন্ত্রীর বলেন, ‘‘ইউরোপে কেউই নিরাপদ বোধ করবে না যদি কিয়েভ যুদ্ধে হেরে যায়৷’’

ইউরোপিয়ানদের মানসিকতার বিষয়টি উল্লেখ করে পোলিশ এই রাজনীতিবিদ বলেন, ‘‘ইউরোপে কেউ একটি সাধারণ প্রতিরক্ষাব্যবস্থার বিষয়ে প্রশ্ন তোলে না৷’’ 

সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ‘‘একটি শক্তিশালী জোট হিসেবে ইইউকে মানসিকভাবে নিজেদের সীমান্ত এবং নিরাপত্তার জন্য যুদ্ধ করতে প্রস্তুত থাকতে হবে৷’’

অবশ্য একটি শক্তিশালী ইউরোপের বিষয়ে আলোচনা ন্যাটো নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর আবারো সামনে এসেছে৷

পোলিশ প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের কাজ হলো আন্তঃআটলান্টিক সম্পর্ক বজায় রাখা৷ এক্ষেত্রে কে হলেন মার্কিন প্রেসিডেন্ট সেটি বিবেচ্য বিষয় নয়৷’’

আরআর/এআই  (এএফপি/ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য