1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যে কারণে আমাদের ত্বক এক বিস্ময়

২১ জুলাই ২০২২

প্রতিটি মানুষের গড়ে দুই বর্গমিটার ত্বক বা চামড়া রয়েছে৷ এই চামড়া নানা রোগ জীবাণু থেকে আমাদের যেমন রক্ষা করে, তেমনি সবকিছু অনুভব করতেও সহায়তা করে৷ আমাদের ত্বক নানা কারণে এক বিস্ময়৷

https://p.dw.com/p/4ENnh
Symbolbild - Junge Frau beim Pudern im Badezimmer
ফাইল ফটোছবি: picture-alliance/Bildagentur-online/Tetra Images

ত্বক বা চামড়া মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ৷ গড়ে আমাদের প্রত্যেকের দুই বর্গমিটার চামড়া রয়েছে৷ এটা আমাদেরকে বাহ্যিক বিভিন্ন বিষয় যেমন তাপ এবং প্যাথোজিন থেকে রক্ষা করে৷ এটি দেহের সবচেয়ে সংবেদনশীল অঙ্গ৷ এটি সবকিছুই অনুভব করতে পারে৷   

চর্মরোগ বিশেষজ্ঞ প্রফেসর ইয়র্ন এল্সনার এই বিষয়ে বলেন, ‘‘একদিকে এটি একটি বিস্তৃত এবং গুরুত্বপূর্ণ অঙ্গ যা আমাদেরকে সংক্রমণ থেকে রক্ষা করে৷ অন্যদিকে, এটি একটি যোগাযোগ অঙ্গ৷ কারণ আমাদের ত্বক মানুষ দেখতে পায়৷ আর এথেকে মানুষ আমাদের সম্পর্কে ধারনা নেয়৷ ত্বক দেখতে কেমন? কী রকম?''

আমাদের ত্বক আমাদের সম্পর্কে অনেক তথ্য দেয়, বলেন বিউটিশিয়ান লিসা শ্যেফার৷ এটা দেখে বোঝা যায় আমরা চিন্তিত, নাকি নিশ্চিন্ত? আমরা কি ধূমপান করি, কিংবা ঠিকমতো কি খাওয়াদাওয়া করছি?  

তিনি বলেন, ‘‘ত্বক হচ্ছে আমাদের দেয়াল৷ আমরা যাকিছুর মুখোমুখি হই তা ত্বক মোকাবিলা করে৷''

ক্রিম এবং মাসাজ ত্বক ঠিক রাখতে সহায়ক৷ এগুলো ত্বকের পুনরুৎপাদন এবং দেখতে ভালো লাগার বিষয়টি নিশ্চিত করে৷ ত্বকে পুষ্টি উপাদানের ঘাটতি তৈরি হলে বোঝা যায়৷

ত্বকের যত বিস্ময়কর গুণ

লিসা শ্যেফার বলেন, ‘‘আপনাকে দেখতে ফ্যাকাশে লাগবে৷ ক্ষত দ্রুত শুকাবে না৷ আপনাকে দেখতে ক্লান্ত, অবসন্ন মনে হবে৷ চোখের নীচে কালি পড়ে যাবে৷ আপনার ত্বক দেখে অনেক কিছুই বোঝা যায়৷''

আমাদের ত্বক এক বিস্ময়৷ এটি দম নিতে পারে৷ এটির প্রতি বর্গ সেন্টিমিটারে দুশ'র মতো সেন্সর রয়েছে, যেগুলো অন্য সবকিছুর সাথে গরম এবং ঠান্ডার মতো বিষয়ও বুঝতে পারে৷ ত্বক দ্রুত বদলাতে পারে, কোনো কারণে হঠাৎ লোম খাড়া হয়ে যেতে পারে৷

‘‘আমরা যা কিছু অনুভব করি, তার প্রভাব ত্বকের উপর পড়ে৷ আমাদের ত্বকে অনেক ছোটছোট নার্ভ শেষ হয়েছে৷ এসব নার্ভ কীভাবে সক্রিয় হচ্ছে তার উপর ভিত্তি করে ত্বক প্রতিক্রিয়া দেখায়৷ যেমন এটি লাল হয়ে যায় বা ঘামতে শুরু করে,'' বলেন চর্মরোগ বিশেষজ্ঞ প্রফেসর ইয়র্ন এল্সনার৷

ত্বকের কিছু অংশ বিশেষভাবে সংবেদনশীল৷ কিন্তু ত্বক কীভাবে আনন্দদায়ক এবং অস্বস্তিকর অনুভূতির মধ্যে পার্থক্য তৈরি করে? সব স্পর্শ ইলেক্ট্রিক্যাল নার্ভ ইমপাল্সে পরিণত হয়ে স্পাইনাল কর্ডের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে যায়৷

প্রফেসর ইয়র্ন এল্সনারের কথায়, ‘‘সবকিছু মস্তিষ্কে প্রক্রিয়াজাত হয়৷ এই অনুভূতি আনন্দের না অস্বস্তির তা বুঝতে অতীত অভিজ্ঞতার সঙ্গে তুলনা করা হয়৷ কোথায় স্পর্শ করা হয়েছে সেটার উপরও বিষয়টি নির্ভর করে৷'' 

আমরা আক্ষরিক অর্থেই বা সম্ভাব্য কী অনুভব করছি তার সঙ্গে ত্বকের সম্পর্ক রয়েছে৷

‘‘আপনি যদি কোনো কারণে বিরক্ত বা উদ্বিগ্ন হন, আপনার উপর তার গভীর প্রভাব পড়ে৷ আপনার মানসিক অবস্থার প্রতিফলন ত্বকের উপর দেখা যেতে পারে৷ যেমন, ত্বকে শিহরণ জাগতে পারে, কিংবা চুলকাতে পারে বা পোড়ার মতো অনুভূতি হতে পারে, বলেন প্রফেসর এল্সনার৷

আবার কখনো কখনো স্পর্শ ভালোবাসা জাগিয়ে তুলতে পারে৷

প্রতিবেদন: মারিয়ানা স্ট্রাউখ্/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য