যেভাবে পর্যটন বাড়াচ্ছে সুদান
আফ্রিকার দেশ সুদানে পর্যটকদের আগ্রহ বাড়াতে কিছু পদক্ষেপ নিয়েছে সরকার৷ বিস্তারিত ছবিঘরে...
এখানেও পিরামিড?
সুদানের রিভার নাইল অঞ্চলের বেগ্রাভিয়া শহরের অনেকটা জুড়েই মরুভূমি৷ এই মরুভূমির মাঝেই রয়েছে বেশ কয়েকটি পিরামিড৷ মিশরের মতো সুদানেও পাওয়া যায় পিরামিড, যা ছড়িয়ে আছে মোট ৩৫টি অঞ্চলে৷ এই পিরামিডগুলি তৈরি হয়েছিল কুশাইট আমলে, যা ২৫০০ থেকে ১৫০০ খ্রিস্টপূর্বে সেই অঞ্চলে ছিল৷
কেন দুর্বল পর্যটন?
সুদানে গৃহযুদ্ধ ও ক্ষমতার হাতবদলের ফলে কমেছিল পর্যটন৷ পাশাপাশি ওমর আল-বাশিরের কড়া রাজত্ব ও তৎকালীন কঠিন ভিসা প্রক্রিয়া পর্যটনের জন্য পথ আরো জটিল করে তোলে৷ শুধু তাই নয়, রাজধানী খার্তুমের বাইরে যেতে গেলেও লাগত বিশেষ পারমিট৷
কীভাবে বদলাচ্ছে পরিস্থিতি?
এপ্রিল মাসে বাশিরের সরকার পতনের পর শিথিল করা হয় ভিসা প্রক্রিয়া৷ পাশাপাশি, খার্তুমের বাইরে যাবার জন্য পারমিটও রদ করা হয়৷
কতটা বদল?
পর্যটন বিভাগের মুখপাত্র গ্রাহাম আবদেল-কাদির জানাচ্ছেন, ‘‘নতুন ব্যবস্থা আসার পর থেকে পর্যটন বেড়েছে৷ অক্টোবর ও নভেম্বর মাসেই আমরা সেটা বুঝতে পারছি৷’’ সরকার বদলের জন্য পর্যটকদের সংখ্যা বছরের শুরু দিকে কিছুটা কম থাকলেও ২০২১ সালের মধ্যে এই সংখ্যা নয় থেকে বারো লাখ হবে বলে আশাবাদী তিনি৷
কাদের সাহায্য পাচ্ছে সুদান?
কাতার ও জার্মানির আর্থিক সহায়তায় বদলাচ্ছে সুদানে পর্যটনের চিত্র৷ মেরো পিরামিড সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে একটি পর্যটক ভবন, যেখানে বিভিন্ন ভাষায় বর্ণনা করা হয় সুদানের, বিশেষ করে এই পিরামিডগুলির ইতিহাস৷
অর্থলগ্নিতে বদলাচ্ছে সুদানের পর্যটন
কাতার একাই ১৩৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের অর্থলগ্নি করেছে৷ সেই লগ্নির ফলে এত বছরে প্রথম চালু হতে চলেছে পিরামিডের ভেতরে যেতে পারার সুবিধা৷
অবহেলার পর...
দশকের পর দশক ধরে এই পিরামিডগুলি ছিল অবহেলিত৷ সুদানের ইতিহাসের গুরুত্বপূর্ণ এই চিহ্নগুলি বর্তমানে উপভোগ করছেন স্থানীয় সুদানিজ পর্যটকরাও৷