1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রবি শঙ্করের স্মরণে আগামী বছর কনসার্ট

১৫ ডিসেম্বর ২০১২

প্রয়াত সেতার সম্রাট পণ্ডিত রবি শঙ্করের অন্ত্যেষ্টিক্রিয়া হবে ক্যালিফোর্নিয়া আর ভারতে৷ তবে অনেকটা ঘরোয়াভাবেই তাঁর অন্তেষ্টিক্রিয়া হবে বলে জানানো হয়েছে৷ এছাড়া আগামী বছর হবে তাঁর স্মরণে কনসার্ট৷

https://p.dw.com/p/1734v
Renown Indian Sitar maestro, Pandit Ravi Shankar plays during the "Premaanjali Festival 2012" a musical concert held at the Palace Grounds in Bangalore on February 7, 2012. Pandit Ravi shankar performed with his daughter Anoushka Shankar in what is said to be his last concert in the city of Bangalore. AFP PHOTO/Manjunath KIRAN (Photo credit should read Manjunath Kiran/AFP/Getty Images)
ছবি: Manjunath Kiran/AFP/Getty Images

গত মঙ্গলবার ৯২ বছর বয়সে সাউথ ক্যালিফোর্নিয়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেতার গুরু রবি শঙ্কর৷ গত সপ্তাহে সান ডিয়েগোর হাসপাতালে অস্ত্রোপচার করার পর থেকেই তাঁর পরিস্থিতির অবনতি হচ্ছিলো৷ তাঁর মুখপাত্র স্টুয়ার্ট ওলফারম্যান জানিয়েছেন, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় তাঁর বাড়িতে আর ভারতে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান হবে৷ এবং তেমন কোন লোকসমাগম ব্যতীতই চিরবিদায় জানানো হবে সেতার গুরুকে৷ তাঁর মুখপাত্র আরও জানিয়েছেন, কেবল পরিবার আর ঘনিষ্ঠ বন্ধুরাই এই অন্ত্যেষ্টিক্রিয়াতে উপস্থিত থাকবেন৷ তবে কবে এবং কখন এই অন্ত্যেষ্টিক্রিয়া হবে সেটি জানাননি তিনি৷

তবে পণ্ডিত রবি শঙ্করের স্মরণে নিউ ইয়র্ক আর লন্ডনে দুটি কনসার্ট অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে৷ আগামী বছর এই কনসার্ট করার কথা ভাবা হচ্ছে৷ সাবেক বিটলস তারকা জর্জ হ্যারিসনের ওস্তাদ ছিলেন রবি শঙ্কর৷ একাত্তরের মুক্তিযুদ্ধে এই দুজন বাংলাদেশের পক্ষে কনসার্ট করেছিলেন৷ হ্যারিসন তাঁর ওস্তাদকে ডাকতেন ‘গডফাদার অব ওয়ার্ল্ড মিউজিক' হিসেবে৷ আর বিখ্যাত বেহালা বাদক ইয়েহুদি মেনুহিন রবি শঙ্করকে তুলনা করেন মোৎসার্ট এর সঙ্গে৷

আরআই/এএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য