রবি শঙ্করের স্মরণে আগামী বছর কনসার্ট
১৫ ডিসেম্বর ২০১২গত মঙ্গলবার ৯২ বছর বয়সে সাউথ ক্যালিফোর্নিয়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেতার গুরু রবি শঙ্কর৷ গত সপ্তাহে সান ডিয়েগোর হাসপাতালে অস্ত্রোপচার করার পর থেকেই তাঁর পরিস্থিতির অবনতি হচ্ছিলো৷ তাঁর মুখপাত্র স্টুয়ার্ট ওলফারম্যান জানিয়েছেন, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় তাঁর বাড়িতে আর ভারতে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান হবে৷ এবং তেমন কোন লোকসমাগম ব্যতীতই চিরবিদায় জানানো হবে সেতার গুরুকে৷ তাঁর মুখপাত্র আরও জানিয়েছেন, কেবল পরিবার আর ঘনিষ্ঠ বন্ধুরাই এই অন্ত্যেষ্টিক্রিয়াতে উপস্থিত থাকবেন৷ তবে কবে এবং কখন এই অন্ত্যেষ্টিক্রিয়া হবে সেটি জানাননি তিনি৷
তবে পণ্ডিত রবি শঙ্করের স্মরণে নিউ ইয়র্ক আর লন্ডনে দুটি কনসার্ট অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে৷ আগামী বছর এই কনসার্ট করার কথা ভাবা হচ্ছে৷ সাবেক বিটলস তারকা জর্জ হ্যারিসনের ওস্তাদ ছিলেন রবি শঙ্কর৷ একাত্তরের মুক্তিযুদ্ধে এই দুজন বাংলাদেশের পক্ষে কনসার্ট করেছিলেন৷ হ্যারিসন তাঁর ওস্তাদকে ডাকতেন ‘গডফাদার অব ওয়ার্ল্ড মিউজিক' হিসেবে৷ আর বিখ্যাত বেহালা বাদক ইয়েহুদি মেনুহিন রবি শঙ্করকে তুলনা করেন মোৎসার্ট এর সঙ্গে৷
আরআই/এএইচ (এএফপি)