রাজতন্ত্র বিলুপ্ত হয়ে হিমালয় রাজ্য নেপালের বিশ্বে নতুন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ
২৮ মে ২০০৮অধীর অপেক্ষার পর অবশেষে নেপালে প্রাচীন রাজতন্ত্র বিলুপ্ত হয়েছে৷ নবনির্বাচিত গণপরিষদে ভোটাভুটিতে প্রজাতন্ত্রের পক্ষে ভোট পরেছে৷ তবে হিমালয় রাজ্য নেপালের প্রজাতন্ত্রে উত্তরণের সিদ্ধান্ত নিয়ে ভোটাভুটির আগে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দেয় মত পার্থক্য৷ওদিকে প্রজাতন্ত্র ঘোষণাকে স্বাগত জানাতে হাজার হাজার মানুষ রাজধানী কাঠমান্ডুতে মিছিল শুরু করে বুধবার সকাল থেকেই৷নির্ধারিত সময় অনুযায়ি গণপরিষদের অধিবেশন শুরুর কথা ছিল গ্রীনিচ মান সময় ৫টা ১৫তে৷মত পার্থক্য নিয়ে কিছুটা বিলম্বের পর বৈঠক শুরু হয়৷নেপালের কংগ্রেস নেতা প্রতাপ গিরী বলেছেন, রাষ্ট্র প্রধান হিসেবে যিনি দায়িত্ব নেবেন, সেই প্রেসিডেন্টের ক্ষমতা আসলে কতখানি থাকবে সেই বিষয়টি নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য শুরু হওয়ায় ঐতিহাসিক প্রজাতন্ত্রের ঘোষণাও বিলম্বত হয়৷নেপালের কংগ্রেস প্রেসিডেন্টকে স্বল্পতম ক্ষমতা দিতে চেয়ে আসছে৷ অন্যদিকে মাওবাদীরা চাইছে প্রেসিডেন্টই নির্বাহী ক্ষমতার অধিকারী হন৷
বৈঠক যেখানে শুরু হয় সেই ভেনুর বাইড়ে হাজার হাজার মানুষ দীর্ঘক্ষণের অপেক্ষায় থাকতে থাকতে হতাশা প্রকাশ করতে থাকে৷ কেননা তাদের অনেকেই সকাল থেকেই অপেক্ষা শুরু করেন৷মুলত নেপালীরা বছরের পর বছর ধরেই আজকের এই মুহুর্তেরই অপেক্ষা করছিল৷প্রজাতন্ত্রের পক্ষে শ্লোগান দিয়ে হাজার হাজার মানুষ মিছিল বের করে৷তারা চিত্কার করে বলতে থাকে নেপালের প্রজাতন্ত্র দীর্ঘজীবি হোক,বিদায় জ্ঞানেন্দ্র৷গণপরিষদে রাজতন্ত্রের ওপর সিদ্ধান্ত নেয়া উপলক্ষে ৩ দিনের জাতিয় ছুটি ঘোষণা করা হয়েছে৷
রাজধানী কাঠমান্ডুতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা৷ মোতায়েন করা হয়েছে হাজার হাজার পুলিশ৷সরকার রাজ প্রাসাদের চারপাশে এবং বৈঠকের ভেনু রাজার ব্যক্তিগত বাসভবন,ও প্রধানমন্ত্রীর সরকারী বাসভবনের চারপাশে সব ধরনের বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে৷এদিকে নেপালের ৬০১ সদস্য বিশিষ্ট গণপরিষদ জানিয়েছে , রাজা জ্ঞানেন্দ্র এবং তার পরিবারকে ৩০ দিনের মধ্যে রাজপ্রাসাদ খালি করে দিতে হবে৷ নেপালের সাবেক বিদ্রোহি দল মাওবাদীদের নেতা বাবুরাম ভট্টারাই বলেছেন,৩০ দিনের মধ্যে প্রাসাদ ছাড়ার ব্যাপারে রাজা জ্ঞানেন্দ্রর কোনো কথা খাটবে না৷যদি তিনি প্রাসাদ ছাড়তে অস্বিকার করেন,তবে তাকে প্রাসাদ থেকে বের করার জন্যে আমরা আইন প্রয়োগ করবো৷