1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেড লাইটে নতুন আলো

১ অক্টোবর ২০১৮

ঊর্মি বসু৷ কলকাতার বিখ্যাত রেড লাইট এলাকায় নিজের চেষ্টায় গড়ে তুলেছেন ‘নিউ লাইট’ সংস্থা, যা নতুন আলো দেখাচ্ছে সেখানকার নারীদের৷ তাঁরা নিউ লাইটের সহায়তায় পাচ্ছেন নিরাপত্তা ও পরিচয়, যা এতদিন তাঁদের ছিল না৷

https://p.dw.com/p/35oEa