রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে বৈঠক আজ
২৮ সেপ্টেম্বর ২০১৭বুধবার জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুআরিক জানিয়েছিলেন, সরকার ত্রাণ সংস্থাগুলোর জন্য একটি সফরের আয়োজন করছে, সম্ভবত বৃহস্পতিবার তারা সংস্থাগুলোকে রাখাইনে প্রবেশ করতে দেবে৷ এটা সম্ভব হলে আগস্টে সহিংসতা শুরুর পর এই প্রথম কোনো আন্তর্জাতিক ত্রাণ সংস্থা মিয়ানমারের সংঘাতপূর্ণ এলাকায় প্রথম প্রবেশ করতে পারত৷ অনুমতি পেলে জাতিসংঘের সব সংস্থার প্রধানরা রাখাইনে প্রবেশ করবেন বলেও জানিয়েছিলেন তিনি৷ কিন্তু মিয়ানমারে জাতিসংঘের মুখপাত্র জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে আজকের সফরটি বাতিল করে আগামী সপ্তাহে নির্ধারণ করা হয়েছে৷
কিন্তু এখনও পর্যন্ত তাদের প্রবেশ করার কোনো খবর পাওয়া যায়নি৷ আজও সংস্থাগুলো রাখাইনে অবিলম্বে তাদের প্রবেশ করতে দেয়ার আহ্বান জানিয়েছে৷ কেননা, ২৫শে আগস্ট সহিংসতা শুরুর পর থেকে বাংলাদেশে ৪ লাখ ৮০ হাজার রোহিঙ্গা আশ্রয় নিলেও এখনো অনেক রোহিঙ্গা রাখাইনে রয়ে গেছে, যাদের খাদ্য, আবাসন ও চিকিৎসা সুবিধা নেই বলে জানিয়েছে কেয়ার ইন্টারন্যাশনাল, অক্সফাম এবং সেভ দ্য চিলড্রেন৷ ত্রাণ সংস্থাগুলো রোহিঙ্গা জঙ্গিগোষ্ঠীকে সহায়তা দিচ্ছে–এমন অভিযোগ এনে তাদের রাখাইনে প্রবেশ করতে দিচ্ছে না মিয়ানমার সরকার৷
এদিকে, জাতিসংঘ জানিয়েছে, এ পর্যন্ত যত রোহিঙ্গা মিয়ানমার ত্যাগ করেছে, খুব শিগগিরই তাদের দেশে ফেরার কোনো সম্ভাবনা দেখছেন না তারা৷ জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি জানিয়েছেন, ‘‘যারা বাংলাদেশে পালিয়ে গেছে, তাদের দেশে ফেরার জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হবে৷ যদি সহিংসতা বন্ধ হয় তবেই এই সম্ভাবনা তৈরি হবে৷’’ বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউএফপি-র উপ-প্রধান দীপায়ন ভট্টাচার্য বলেছেন, ‘‘মিয়ানমার থেকে বেশিরভাগ রোহিঙ্গাই অন্যত্র পালিয়ে গেছেন, তবে যারা রয়ে গেছেন অবিলম্বে তাদের খাদ্য সহায়তা প্রয়োজন৷’’
বুধবার মিয়ানমারের সেনাবাহিনী স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীদের একটি হিন্দু অধ্যুষিত গ্রামে নিয়ে যায় সেখানকার ধ্বংসযজ্ঞ দেখাতে৷ সেখানে তারা ৪৫ জন হিন্দু গ্রামবাসীর গণকবর খুঁজে পেয়েছে বলে দাবি করে এবং তাদের অভিযোগের আঙুল রোহিঙ্গা জঙ্গিগোষ্ঠীর দিকে৷ তবে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এআরএসএ এ অভিযোগ অস্বীকার করেছে৷ সেখানে উপস্থিত সংবাদ সংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, মাটিতে হাড়গোড় পড়ে থাকতে দেখেছেন তাঁরা৷
এদিকে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবারই মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ৷ খোলাখুলি আলোচনায় সদস্যদেশগুলোর উদ্দেশে বক্তব্য রাখবেন জাতিসংঘ মহাসচিব৷ ১৩ই সেপ্টেম্বর মিয়ানমারের সহিংসতা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো৷ এছাড়া রাখাইনে জরুরিভিত্তিতে ত্রাণ প্রবেশে অনুমতি দেয়ার আহ্বানও জানানো হয়েছিল মিয়ানমার সরকারের প্রতি৷
মিয়ানমারের সেনাবাহিনীর উপর ‘জাতিগত নিধনের’ অভিযোগ এনেছে জাতিসংঘ৷ মানবাধিকার সংস্থাগুলো সেনাবাহিনীর বিরুদ্ধে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ সংঘটনের অভিযোগ এনে দেশটির উপর আন্তর্জাতিক অবরোধ আরোপের আহ্বান জানিয়েছে৷
এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)