লকডাউনেও দূষণ কমেনি!
২৪ নভেম্বর ২০২০২০১৯ সালে আবহাওয়ায় কার্বন ডাই অক্সাইডের মাত্রা নতুন মাত্রা ছোঁয়, যা ২০২০ সালেও অপরিবর্তিত থেকেছে৷ বিশ্ব আবহাওয়া সংস্থা বা ডাব্লিউএমও জানাচ্ছে যে করোনাকালীন লকডাউন এই বাড়তি দূষণকে কমাতে কোনো ভূমিকা রাখেনি৷
কয়লার মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড গত বছরে রেকর্ড মাত্রায় পৌঁছয়৷ বাতাসে প্রতি দশ লাখ ভাগের ৪১০ দশমিক পাঁচ শতাংশই কার্বন ডাই অক্সাইড, যা অন্যান্য বছরের তুলনায় এমনকি গত দশকের বার্ষিক বৃদ্ধির হারের তুলনায়ও বেশি৷
পরিবেশে কার্বন ডাই অক্সাইডসহ অন্যান্য গ্রিনহাউস গ্যাসের বাড়ন্ত মাত্রার ফলে বাড়ছে পৃথিবীর তাপমাত্রা, গলছে বরফচূড়া৷ এর প্রভাবে বাংলাদেশের মতো বিভিন্ন সমুদ্রের তটবর্তী দেশের অনেকাংশ নিশ্চিহ্ন হবার ঝুঁকিতে৷
২০১৫ সাল থেকে ক্রমাগত এই কার্বন বৃদ্ধির হার চিন্তার কারণ হয়ে উঠছে বলে মনে করেন ডাব্লিউএমও সেক্রেটারি জেনারেল প্রফেসার পেটেরি টালাস৷ তিনি বলেন, ‘‘ইতিহাসে এমন বৃদ্ধির হার অভূতপূর্ব, যার কোনো নজির আমাদের কাছে নেই৷''
লকডাউনের প্রভাব নিমিত্তমাত্র
করোনার কারণে বিশ্বজুড়ে স্তব্ধ হয়ে পড়ে সব ধরনের যান চলাচল৷ বন্ধ হয়ে পড়ে বিমান চলাচলও৷ ডাব্লিউএমওর বার্ষিক বুলেটিনে প্রকাশিত তথ্য বলছে, অতিমারি নিয়ন্ত্রণে কড়াকড়ি বাড়ালে দৈনিক কার্বন নিঃসরণের হার আগের বছরের তুলনায় ১৭ শতাংশ কমে আসে৷ কিন্তু তাতে আত্মতুষ্টির কোনো জায়গা নেই, বলে জানাচ্ছে তারা৷ ডাব্লিউএমও বলছে, এই একই সময়ে বিভিন্ন ফ্যাক্টরি ও কারখানায় উৎপাদনের হারে কমলেও তার কোনো প্রভাব বিশ্বের সার্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে পড়েনি৷
শিল্পক্ষেত্রে কম উৎপাদন হবার প্রভাব বার্ষিক কার্বন নিঃসরণকে ৪ দশমিক ২ শতাংশ থেকে সাড়ে সাত শতাংশ কমিয়ে আনবে বলে আশা করা হয়েছিল৷ কিন্তু ডাব্লিউএমও জানাচ্ছে, তা হলেও বাতাসে জমা কার্বনের বিপজ্জনক হারে কোনো পরিবর্তন আসবে না৷
যদিও ২০২০ সালের সম্পূর্ণ তথ্য-পরিসংখ্যান এখনও পাওয়া যায়নি, তবে টাসমানিয়া ও হাওয়াইতে অবস্থিত পরিবেশ পরীক্ষাগার থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্য জানাচ্ছে যে বাতাসে জমাটবাঁধা কার্বনের মাত্রায় কোনো পরিবর্তন এখনও নেই৷
এসএস/কেএম (রয়টার্স, এএফপি, ডিপিএ)