1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাখটাকার ঘুড়ি ওড়ে যে উৎসবে

১০ জানুয়ারি ২০২০

ঘুড়ি উড়িয়েছেন কখনো? ক্যানারি আইল্যান্ডে তিন দশক আগে এক ঘুড়ি উৎসবের আয়োজন শুরু করেন এক ডাচ দম্পতি৷ প্রতিবছর সেই উৎসবে হাজির হন অসংখ্য কাইট রানার এবং পর্যটক৷

https://p.dw.com/p/3VzWa
BdTD Indonesien Drachenfestival auf Bali
ছবি: Reuters/J.P. Christo

শুধুমাত্র চমৎকার আবহাওয়ার জন্যই পর্যটকেরা ড্যুনস অফ কারালেইয়ো ভ্রমণ করেন না, আছে আরেক আকর্ষণ৷ ফ্যুয়ার্টেভেনতুরার ক্যানারি আইল্যান্ডে নভেম্বরে আকাশজুড়ে নানা রঙের, ঢঙয়ের ঘুড়ি ওড়ানো হয়৷ নিজেদের তৈরি ঘুড়ি ওড়াতে অনেকেই হাজির হন দ্বীপটিতে৷ পর্যটকদের কাছে এই উৎসব এক বিশেষ আকর্ষণ৷ 

গ্রান ক্যানারিয়ার হাসিন্তো এবং ফ্লোরা র্যডরিগাস এই ঘুড়ি উৎসবের প্রতিষ্ঠাতা৷ প্রতিবছর এই উৎসবে অংশও নেন তারা৷ সবার আগে তারা উৎসবস্থলে হাজির হন৷ আবহাওয়া এবং বাতাসের ভিত্তিতে তারা নির্ধারণ করেন কোন ধরনের ঘুড়ি ওড়ানো যাবে৷ তারা ৩০ বছর আগে এই উৎসবের সূচনা করেছিলেন৷ 

ফ্লোরা র্যডরিগাস বলেন, ‘‘১৯৮৩ সালে আমরা ছিলাম শুধুমাত্র একটি দম্পতি যারা নেদারল্যান্ডস থেকে এখানে এসেছে৷ আমরা নিজেদেরকে চিনতাম এবং প্রতিবছর এখানে আসতাম৷ ১৯৮৬ সালে আমরা পরের বছর থেকে ঘুড়ি উৎসব আয়োজনের পরিকল্পনা করি৷''

আগ্নেয়দ্বীপ ফ্যুয়ার্টেভেনতুরায় প্রায় সারাবছরই ঘুড়ি ওড়ানো যায়৷ তবে, ঘুড়ি ওড়ানোর ক্ষেত্রে বাতাসের গতি এক চ্যালেঞ্জ৷ কেননা কারো কারো ঘুড়ির মূল্য কয়েক লাখ টাকা৷ কেউ কেউ আবার সব আবহাওয়ার উপযোগী ঘুড়ি নিয়ে ঘোরেন৷ কাইট ফ্লায়ার গিলহার্ম লিনারস পালাউ এই বিষয়ে বলেন, ‘‘আমি কখনো একটা ঘুড়ি নিয়ে ভ্রমণ করি না৷ অনেক ঘুড়ি থাকে সাথে৷ এবছর আমার সাথে থাকা ঘুড়িগুলোর ভর ৪০ কেজি৷''

ক্যানারি আইল্যান্ডে ঘুড়ি উৎসব

কিছু কাইট ফ্লায়ার আবার বাতাসের সঙ্গে লড়াই করে আকাশে তাদের উড়ন্ত ঘুড়িগুলোর নানা টুকরো জুড়ে বিশেষ আকার দেয়ার চেষ্টা করেন৷ ক্রিস্টোফ এন্গেল গত ১৫ বছর ধরে ঘুড়ি দিয়ে আকাশে এই খেলা খেলছেন৷ তিনি বলেন, ‘‘ফুয়ার্তেতে নভেম্বরে আসতে পারা আনন্দের ব্যাপার৷ আমরা বার্লিন থেকে ঘুড়ি ওড়াতে পুরো দল এখানে আসি৷''

আকাশে ঘুড়ি দিয়ে নানা আকার তৈরি করতে তাঁর সঙ্গে ২০ জনের একটি দল দ্বীপটিতে এসেছেন৷ তাঁর কথায়, ‘‘নভেম্বরে এটাই আমাদের জন্য সবচেয়ে ভালো কাজ৷ রৌদ্রজ্বল দিন, পচিশ ডিগ্রি তাপমাত্রা আর বাতাস - আসলে অনেক বাতাস৷''

ঘুড়ি ওড়ানো অনেক মজার, আর সেগুলো দেখতেও চমৎকার৷ চারদিনের ঘুড়ি ওড়ানোর এই উৎসব পর্যটকরাও অনেক উপভোগ করেন৷

প্রতিবেদন: সিবিলে মায়ার-ব্রেটশ্নাইডার / এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান