লাখটাকার ঘুড়ি ওড়ে যে উৎসবে
১০ জানুয়ারি ২০২০শুধুমাত্র চমৎকার আবহাওয়ার জন্যই পর্যটকেরা ড্যুনস অফ কারালেইয়ো ভ্রমণ করেন না, আছে আরেক আকর্ষণ৷ ফ্যুয়ার্টেভেনতুরার ক্যানারি আইল্যান্ডে নভেম্বরে আকাশজুড়ে নানা রঙের, ঢঙয়ের ঘুড়ি ওড়ানো হয়৷ নিজেদের তৈরি ঘুড়ি ওড়াতে অনেকেই হাজির হন দ্বীপটিতে৷ পর্যটকদের কাছে এই উৎসব এক বিশেষ আকর্ষণ৷
গ্রান ক্যানারিয়ার হাসিন্তো এবং ফ্লোরা র্যডরিগাস এই ঘুড়ি উৎসবের প্রতিষ্ঠাতা৷ প্রতিবছর এই উৎসবে অংশও নেন তারা৷ সবার আগে তারা উৎসবস্থলে হাজির হন৷ আবহাওয়া এবং বাতাসের ভিত্তিতে তারা নির্ধারণ করেন কোন ধরনের ঘুড়ি ওড়ানো যাবে৷ তারা ৩০ বছর আগে এই উৎসবের সূচনা করেছিলেন৷
ফ্লোরা র্যডরিগাস বলেন, ‘‘১৯৮৩ সালে আমরা ছিলাম শুধুমাত্র একটি দম্পতি যারা নেদারল্যান্ডস থেকে এখানে এসেছে৷ আমরা নিজেদেরকে চিনতাম এবং প্রতিবছর এখানে আসতাম৷ ১৯৮৬ সালে আমরা পরের বছর থেকে ঘুড়ি উৎসব আয়োজনের পরিকল্পনা করি৷''
আগ্নেয়দ্বীপ ফ্যুয়ার্টেভেনতুরায় প্রায় সারাবছরই ঘুড়ি ওড়ানো যায়৷ তবে, ঘুড়ি ওড়ানোর ক্ষেত্রে বাতাসের গতি এক চ্যালেঞ্জ৷ কেননা কারো কারো ঘুড়ির মূল্য কয়েক লাখ টাকা৷ কেউ কেউ আবার সব আবহাওয়ার উপযোগী ঘুড়ি নিয়ে ঘোরেন৷ কাইট ফ্লায়ার গিলহার্ম লিনারস পালাউ এই বিষয়ে বলেন, ‘‘আমি কখনো একটা ঘুড়ি নিয়ে ভ্রমণ করি না৷ অনেক ঘুড়ি থাকে সাথে৷ এবছর আমার সাথে থাকা ঘুড়িগুলোর ভর ৪০ কেজি৷''
কিছু কাইট ফ্লায়ার আবার বাতাসের সঙ্গে লড়াই করে আকাশে তাদের উড়ন্ত ঘুড়িগুলোর নানা টুকরো জুড়ে বিশেষ আকার দেয়ার চেষ্টা করেন৷ ক্রিস্টোফ এন্গেল গত ১৫ বছর ধরে ঘুড়ি দিয়ে আকাশে এই খেলা খেলছেন৷ তিনি বলেন, ‘‘ফুয়ার্তেতে নভেম্বরে আসতে পারা আনন্দের ব্যাপার৷ আমরা বার্লিন থেকে ঘুড়ি ওড়াতে পুরো দল এখানে আসি৷''
আকাশে ঘুড়ি দিয়ে নানা আকার তৈরি করতে তাঁর সঙ্গে ২০ জনের একটি দল দ্বীপটিতে এসেছেন৷ তাঁর কথায়, ‘‘নভেম্বরে এটাই আমাদের জন্য সবচেয়ে ভালো কাজ৷ রৌদ্রজ্বল দিন, পচিশ ডিগ্রি তাপমাত্রা আর বাতাস - আসলে অনেক বাতাস৷''
ঘুড়ি ওড়ানো অনেক মজার, আর সেগুলো দেখতেও চমৎকার৷ চারদিনের ঘুড়ি ওড়ানোর এই উৎসব পর্যটকরাও অনেক উপভোগ করেন৷
প্রতিবেদন: সিবিলে মায়ার-ব্রেটশ্নাইডার / এআই