‘শান্তির দেশে’ সাংবাদিকেরা কম নিরাপদ
যেসব দেশে যুদ্ধ বা সংঘাত চলছে, এক সময় সেখানে সাংবাদিকতার ঝুঁকি অনেক বেশি ছিল৷ কিন্তু রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)-এর সর্বশেষ প্রতিবেদন বলছে ভিন্ন কথা৷ ছবিঘরে বিস্তারিত...
করোনাকালেও ৫০ জনের মৃত্যু
রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে সারা বিশ্বে নিহত হয়েছেন মোট ৫০ জন সাংবাদিক৷ সবারই মৃত্যুর কারণ সাংবাদিকতা৷২০২০ সালের ১৫ জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে মৃত্যু হয় তাদের৷ ২০১৯ সালে সংখ্যাটা ছিল ৫৩৷ তবে মনে রাখা দরকার, ২০২০ সাল জুড়ে করোনার কারণে সাংবাদিকরা মাঠ পর্যায়ে তেমন কাজই করতে পারেননি৷
‘শান্তিময়’ দেশগুলোতে মৃত্যু বেশি
২০১৬ সালে নিহত সাংবাদিকদের শতকরা ৫৮ ভাগই ছিল যুদ্ধ চলছে এমন দেশগুলোতে৷ ২০২০ সালে সেরকম দেশে সাংবাদিক হত্যার হার কমে হয়ে যায় ৩২ ভাগ৷ অর্থাৎ, যুদ্ধের লেশমাত্র নেই এমন দেশগুলোতেই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ দিতে হয় বাকি ৬৮ ভাগ সাংবাদিককে৷
মেক্সিকোর ভয়াবহ পরিস্থিতি
২০২০ সালে সবচেয়ে বেশি আট জন সাংবাদিক নিহত হয়েছেন মেক্সিকোতে৷ তারপরই রয়েছে ভারত, ফিলিপাইন্স আর হন্ডুরাস৷ ভারতে মারা গেছেন চার জন আর ফিলিপাইন্স এবং হন্ডুরাসে তিন জন করে৷
জেনেবুঝে হত্যা
২০২০ সালে যে ৫০ জন সংবাদকর্মীকে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ দিতে হয়, তাদের ৮৪ ভাগই পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার৷ ২০২০ সালের ২৯ ডিসেম্বর প্রকাশ করা রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রতিবেদন অনুযায়ী সারা বিশ্বে সাংবাদিকদের পরিকল্পিতভাবে হত্যার প্রবণতাও বেড়েছে, কারণ, ২০১৯ সালে এমন হত্যার ঘটনা ছিল ৬৩ শতাংশ৷
জেলজুলুম
২০২০ সালে মোট ৩৮৭ জান সাংবাদিককে বিভিন্ন দেশে গ্রেপ্তার বা জিম্মি করা হয়৷৩৮৭ জনের মধ্যে নিখোঁজও রয়েছেন কয়েকজন৷